ফরম বিতরণের সময় বাড়ানোর দাবি বিএলওদের
- আপডেট : ৯ নভেম্বর ২০২৫, রবিবার
- / 97
বিশেষ নিবিড় সংশোধনের (SIR) অংশ হিসেবে ভোটারদের বাড়ি বাড়ি ফর্ম বিলি শুরু হয়েছিল ৪ নভেম্বর, যা শেষ হওয়ার কথা ১১ নভেম্বর। কিন্তু চারদিন কেটে গেলেও এখনও বহু ভোটারের হাতে ফর্ম পৌঁছায়নি। রাজ্যের বিভিন্ন এলাকায় এমন উদাহরণ মিলেছে যেখানে ১০টি ফ্ল্যাটের মধ্যে মাত্র ২টি ফ্ল্যাটে ফর্ম দিতে পেরেছেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। ফলে বিভ্রান্তি ও উৎকণ্ঠায় ভুগছেন ভোটাররা, আর ফোনে জেরবার কর্মকর্তারা।
বিএলও ও ভোটকর্মী ঐক্যমঞ্চ জানিয়েছে, পর্যাপ্ত ফর্ম না পৌঁছনোয় নির্ধারিত সময়ে কাজ শেষ করা অসম্ভব। তাই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল-এর কাছে সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানানো হয়েছে।
তবে নির্বাচন কমিশনের দাবি, ইতিমধ্যেই রাজ্যের মোট ভোটারের ৯৭.৫ শতাংশের জন্য ৭ কোটি ৪৭ লক্ষেরও বেশি ফর্ম ছাপা হয়েছে, এবং শনিবার রাত পর্যন্ত ৪ কোটিরও বেশি ফর্ম ভোটারদের হাতে পৌঁছেছে। তবু প্রশ্ন রয়ে গেছে—তাহলে এত এলাকায় ফর্ম ঘাটতির কারণ কী?



























