আজ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন
- আপডেট : ১ ডিসেম্বর ২০২৫, সোমবার
- / 42
আজ থেকে শুরু হলো সংসদের শীতকালীন অধিবেশন, চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলি একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনার দাবি তোলে। তাদের মূল দাবি,পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে নভেম্বর থেকে চালু হওয়া স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে পৃথক আলোচনা। বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়াকে কেন্দ্র করে ভোটার তালিকা সংশোধনের সঙ্গে নাগরিকত্ব প্রশ্ন জড়িয়ে ভয় এবং বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিশেষত বামপন্থীরা বারবার অভিযোগ তুলেছেন, এসআইআর মানুষের মনে অযথা আতঙ্ক বাড়াচ্ছে।
পাশাপাশি, পহেলগামের সন্ত্রাসবাদী হামলা এবং দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণকেও আলোচ্যসূচিতে রাখতে চায় বিরোধীরা। তাদের দাবি—এই ঘটনাগুলি কেন্দ্রীয় সরকারের জাতীয় নিরাপত্তা রক্ষা ব্যর্থতার প্রমাণ।
সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়ালসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা।

















