পুবের কলম, ওয়েবডেস্ক: প্রায় তিনমাসের বেশি সময় ধরে বাংলাদেশের জেলে বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেলেন ৪৭ জন ভারতীয় মৎস্যজীবী। ইতিমধ্যে তারা দেশে ফিরেছেন। সোমবার দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর দিয়ে দেশে প্রবেশ করে মৎস্যজীবীরা।
উল্লেখ্য, মার ধরতে ধরতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করেছিল মৎস্যজীবীদের ট্রলার। তারপরই জলসীমা লঙ্ঘনের অভিযোগে ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করে নিয়ে যায় বাংলাদেশের নৌবাহিনী। তিনটি ট্রলারে ওই ৪৮ জন মৎস্যজীবী ছিলেন। তারপর থেকে তাঁরা বাংলাদেশের জেলে বন্দি ছিলেন। তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক স্তরে আলোচনা শুরু করে দু’দেশের সরকার। প্রথমে ৩২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে মুক্তি দেয় ভারত। পাল্টা বাংলাদেশও ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দেয়। জানা গিয়েছে, মৎস্যজীবীদের অধিকাংশ কাকদ্বীপের বাসিন্দা। দীর্ঘদিন পর তাঁদের ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা।




































