উত্তরপ্রদেশে যন্ত্রের কারসাজিতে জিতেছে বিজেপি, অখিলেশকে জোর করে হারানো হয়েছেঃ মমতা
- আপডেট : ১১ মার্চ ২০২২, শুক্রবার
- / 111
পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশ করার সময় বিজেপি ফের তুমুল হই-হট্টোগোল শুরু করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। এর পরেই সাংবাদিক বৈঠক করে বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি বাজেট-এর আয়- ব্যায়ের হিসেব তুলে ধরেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির কাজ ওয়াক আউট করা। ওয়ার্ক আউট নয়। বাজেট পেশের সময় চন্দ্রিমাকে থামিয়ে দিতে পারলেও আমাকে থামাতে পারবে না ওরা। উত্তরপ্রদেশের ভোট নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরপ্রদেশে ভোট লুঠ হয়েছে। অখিলেশকে জোর করে হারানো হয়েছে। অখিলেশকে অভিমন্যুর মতো ঘেরাও করা হয়েছে। অখিলেশের ৩৭ শতাংশ ভোট বেড়েছে, ৭৮ আসনে।
এদিনের সাংবাদিক বৈঠক থেকেই মমতার দাবি, ইভিএম-এর ফরেনসিক ভোট হওয়া উচিত। যন্ত্রের কারসাজিতে বিজেপি জিতেছে। উত্তরপ্রদেশে বিজেপি যেভাবে জিতেছে, তাতে বিজেপির ফল ভালো হবে না।
ফের একবার বিজেপিকে হারাতে সমস্ত আঞ্চলিক দলগুলিকে একজোট হওয়ার বার্তা দেন তিনি। এদিন মমতা বলেন, কংগ্রেস হেরেই চলেছে। বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে একজোট হতে হবে। এবার ওরা বুঝবে ওরা কি করবে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, গোয়ায় তৃণমূল ৩ মাসের মধ্য ৬ শতাংশ ভোট পেয়েছে। মমতা এদিন উত্তরপ্রদেশে ইভিএম কারচুপির অভিযোগ তুলে মমতা বলেন, উত্তরপ্রদেশে প্রচুর ইভিএম নিয়ে অভিযোগ ছিল। বাংলাতেও একই জিনিস করার চেষ্টা হয়েছিল।
নরেন্দ্র মোদিকেও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ভোটে জেতার পর থেকেই আক্রমণাত্মক মোদি। সংযত হতে শিখুন’।



















































