২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বলিউড বিনোদন জগতে এবার জুটি বাঁধলেন সানি- রেমো, নবরাত্রির আগেই মুক্তি পাচ্ছে “ নাচ বেবি”

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 46

পুবের কলম ওয়েবডেস্কঃ বলিউড বিনোদন জগতে এবার জুটি বাঁধলেন সানি লিওন এবং রেমো ডিসুজা। তাদের প্রথম মিউজিক ভিডিও, নাচ বেবি লঞ্চ  করেছে। উৎসবের মরসুমে সানি- রেমো জুটি ভালোই সাড়া ফেলবে বলে মনে করছেন সকলে। নবরাত্রির আগেই মুক্তি পাবে নাচ বেবি।ভূমি ত্রিবেদী এবং ভিপিন পাটওয়া গানের  সঙ্গে  এই প্রথম  জুটি  বাঁধলেন সানি এবং  রেমো।চলতি মাসের শুরুতেই অত্যাধুনিক পোস্টার ও টিজার দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছে মাচাও মিউজিক।  আজই মুক্তি পেল তাদের প্রথম মিউজিক ভিডিও।

 

প্রথমবারের মতো সানি এবং রেমো একসঙ্গে জুটি বেঁধেছেন এই খবরটি সামনে আসবার   পর থেকেই  ফ্যানরা  গানটির জন্য অধীর আগ্রহে  অপেক্ষা করছিলেন। এরপর গানটি প্রকাশ্যে আসার পরেই  উন্মাদনা চরমে ওঠে।

সানি লিওন  বলেন  নাচ বেবি একটি গারবা ট্র্যাক, এবং এটি একটি অসাধারণ গান৷ আমি  এতে কাজ করতে পেরে  খুব খুশি।  আমি নাচ বেবি  কাজ করার সম্মতি দিয়েছি কারণ আমার রাখি ভাই, হিতেন্দ্র কাপোপারা, আমাকে গানটিতে থাকতে বলেছিলেন। এবং রেমোর  সাথে  ডান্স করা,  পা মেলানো দুর্দান্ত একটা  অভিজ্ঞতা।

 

পীযূষ জৈন যিনি মাচাও মিউজিকের কল্পনা করেছেন এবং নাচ বেবির প্রযোজকও তিনি বলেন সানি আমাদের পারিবারিক সদস্য।আমি তার এবং ড্যানিয়েলের সঙ্গে  কয়েক বছর ধরে ঘনিষ্ঠভাবে কাজ করছি। তাকে কাস্ট করে গানটি বেছে নেওয়া আসলে সেট চূড়ান্ত করার মতোই উত্তেজনাপূর্ণ ছিল।  সুন্দরী সানির অভিনয় মিউজিক ভিডিওটিকে অন্য মাত্রা দিয়েছে। সানি এটি বিনামূল্যে করতে রাজি হন, যা আমি মনে করি শোবিজে খুব কমই ঘটে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বলিউড বিনোদন জগতে এবার জুটি বাঁধলেন সানি- রেমো, নবরাত্রির আগেই মুক্তি পাচ্ছে “ নাচ বেবি”

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বলিউড বিনোদন জগতে এবার জুটি বাঁধলেন সানি লিওন এবং রেমো ডিসুজা। তাদের প্রথম মিউজিক ভিডিও, নাচ বেবি লঞ্চ  করেছে। উৎসবের মরসুমে সানি- রেমো জুটি ভালোই সাড়া ফেলবে বলে মনে করছেন সকলে। নবরাত্রির আগেই মুক্তি পাবে নাচ বেবি।ভূমি ত্রিবেদী এবং ভিপিন পাটওয়া গানের  সঙ্গে  এই প্রথম  জুটি  বাঁধলেন সানি এবং  রেমো।চলতি মাসের শুরুতেই অত্যাধুনিক পোস্টার ও টিজার দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছে মাচাও মিউজিক।  আজই মুক্তি পেল তাদের প্রথম মিউজিক ভিডিও।

 

প্রথমবারের মতো সানি এবং রেমো একসঙ্গে জুটি বেঁধেছেন এই খবরটি সামনে আসবার   পর থেকেই  ফ্যানরা  গানটির জন্য অধীর আগ্রহে  অপেক্ষা করছিলেন। এরপর গানটি প্রকাশ্যে আসার পরেই  উন্মাদনা চরমে ওঠে।

সানি লিওন  বলেন  নাচ বেবি একটি গারবা ট্র্যাক, এবং এটি একটি অসাধারণ গান৷ আমি  এতে কাজ করতে পেরে  খুব খুশি।  আমি নাচ বেবি  কাজ করার সম্মতি দিয়েছি কারণ আমার রাখি ভাই, হিতেন্দ্র কাপোপারা, আমাকে গানটিতে থাকতে বলেছিলেন। এবং রেমোর  সাথে  ডান্স করা,  পা মেলানো দুর্দান্ত একটা  অভিজ্ঞতা।

 

পীযূষ জৈন যিনি মাচাও মিউজিকের কল্পনা করেছেন এবং নাচ বেবির প্রযোজকও তিনি বলেন সানি আমাদের পারিবারিক সদস্য।আমি তার এবং ড্যানিয়েলের সঙ্গে  কয়েক বছর ধরে ঘনিষ্ঠভাবে কাজ করছি। তাকে কাস্ট করে গানটি বেছে নেওয়া আসলে সেট চূড়ান্ত করার মতোই উত্তেজনাপূর্ণ ছিল।  সুন্দরী সানির অভিনয় মিউজিক ভিডিওটিকে অন্য মাত্রা দিয়েছে। সানি এটি বিনামূল্যে করতে রাজি হন, যা আমি মনে করি শোবিজে খুব কমই ঘটে।