২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দ্য ওয়্যারের অফিসে তল্লাশির নামে বাড়াবাড়ি করেছে পুলিশ : এডিটরস্ গিল্ড

সামিমা এহসানা
  • আপডেট : ২ নভেম্বর ২০২২, বুধবার
  • / 50

পুবের কলম, ওয়েব ডেস্ক: সরকার বিরোধী কথা বললেই মুখ ভার হয় কেন্দ্রের বিজেপি সরকারের। সরকার বিরোধী সংবাদমাধ্যমগুলির কণ্ঠ রোধ করতে বারবার মাঠে নেমেছে শাসক দল বিজেপি। আঘাত নেমে এসেছে কলকাতা টিভি, অল্ট নিউজ এর মত সংবাদমাধ্যমের উপর। বাদ পড়েনি  ‘দ্য ওয়্যার’ ও। বুধবার দ্য ওয়্যারের দুই সম্পাদক, সাংবাদিকদের বাড়িও অফিসে তল্লাশির নামে হেনস্থার ঘটনার তীব্র নিন্দা করেছে দ্য এডিটরস গিল্ড  অফ ইন্ডিয়া।

তাঁরা জানিয়েছেন, দ্য ওয়্যারের সম্পাদকের বাড়িতে, তাদের অফিসে ও নিউজরুমে যেভাবে তল্লাশি চালানো হয়েছে, তা নিন্দাজনক। গিল্ড বলেছে, তল্লাশির নামে পুলিশ বাড়াবাড়ি করেছে। দিল্লি পুলিশকে তারা আবেদন জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখার সময় নিরপেক্ষতা অবলম্বন করতে।  গণতান্ত্রিক পদ্ধতিগুলি যাতে বিঘ্নিত না হয়, সেকথাও মাথায় রাখতে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, বিজেপি নেতা অমিত মালভিয়ার দায়ের করা মানহানির মামলার অভিযোগে দ্য ওয়্যায়ারের বিরুদ্ধে পদক্ষেপ নেয় পুলিশ। দ্য ওয়্যার একটি বিবৃতিতে জানায়, তাদের অফিস ও সাংবাদিকদের বাড়ি থেকে মোবাইল ফোন, কম্পিউটার, আইপ্যাড বাজেয়াপ্ত করা হয়। বারবার অনুরোধ করা সত্বেও ওই ডিভাইসগুলির জন্য কোনো রকমের হ্যাশ ভ্যালু দেওয়া হয়নি।

আরও পড়ুন: The Wire: নিষেধাজ্ঞা প্রত্যাহার, অ্যাকাউন্ট ফিরে পেল ‘দ্য ওয়্যার’

গিল্ডের মতে, তদন্তের নিয়ম ও পদ্ধতি অমান্য করেছে পুলিশ। সম্পাদক ও সাংবাদিকদের ডিজিটাল ডিভাইসগুলিতে সংবেদনশীল তথ্য থাকে। সেখানে  সংবাদ সূত্র ও গুরুত্বপূর্ণ তথ্যও থাকে। তাদের গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। এই ঘটনা নিন্দাজনক। গিল্ড বলে, মালভিয়ার বিরুদ্ধে যে প্রতিবেদনটি লেখার জন্য এই ঘটনার সূত্রপাত, সেটি আগেই প্রত্যাহার করেছে দ্য ওয়্যয়ার। তল্লাশির নামে পুলিশ যা করেছে তা উদ্বেগজনক।

আরও পড়ুন: ভারত-পাক উত্তেজনার মাঝে ব্লক ‘দ্য ওয়্যার’ নিউজ পোর্টাল

আরও পড়ুন: ফাহাদ শাহকে গ্রেফতারের নিন্দা এডিটরস গিল্ডের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দ্য ওয়্যারের অফিসে তল্লাশির নামে বাড়াবাড়ি করেছে পুলিশ : এডিটরস্ গিল্ড

আপডেট : ২ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: সরকার বিরোধী কথা বললেই মুখ ভার হয় কেন্দ্রের বিজেপি সরকারের। সরকার বিরোধী সংবাদমাধ্যমগুলির কণ্ঠ রোধ করতে বারবার মাঠে নেমেছে শাসক দল বিজেপি। আঘাত নেমে এসেছে কলকাতা টিভি, অল্ট নিউজ এর মত সংবাদমাধ্যমের উপর। বাদ পড়েনি  ‘দ্য ওয়্যার’ ও। বুধবার দ্য ওয়্যারের দুই সম্পাদক, সাংবাদিকদের বাড়িও অফিসে তল্লাশির নামে হেনস্থার ঘটনার তীব্র নিন্দা করেছে দ্য এডিটরস গিল্ড  অফ ইন্ডিয়া।

তাঁরা জানিয়েছেন, দ্য ওয়্যারের সম্পাদকের বাড়িতে, তাদের অফিসে ও নিউজরুমে যেভাবে তল্লাশি চালানো হয়েছে, তা নিন্দাজনক। গিল্ড বলেছে, তল্লাশির নামে পুলিশ বাড়াবাড়ি করেছে। দিল্লি পুলিশকে তারা আবেদন জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখার সময় নিরপেক্ষতা অবলম্বন করতে।  গণতান্ত্রিক পদ্ধতিগুলি যাতে বিঘ্নিত না হয়, সেকথাও মাথায় রাখতে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, বিজেপি নেতা অমিত মালভিয়ার দায়ের করা মানহানির মামলার অভিযোগে দ্য ওয়্যায়ারের বিরুদ্ধে পদক্ষেপ নেয় পুলিশ। দ্য ওয়্যার একটি বিবৃতিতে জানায়, তাদের অফিস ও সাংবাদিকদের বাড়ি থেকে মোবাইল ফোন, কম্পিউটার, আইপ্যাড বাজেয়াপ্ত করা হয়। বারবার অনুরোধ করা সত্বেও ওই ডিভাইসগুলির জন্য কোনো রকমের হ্যাশ ভ্যালু দেওয়া হয়নি।

আরও পড়ুন: The Wire: নিষেধাজ্ঞা প্রত্যাহার, অ্যাকাউন্ট ফিরে পেল ‘দ্য ওয়্যার’

গিল্ডের মতে, তদন্তের নিয়ম ও পদ্ধতি অমান্য করেছে পুলিশ। সম্পাদক ও সাংবাদিকদের ডিজিটাল ডিভাইসগুলিতে সংবেদনশীল তথ্য থাকে। সেখানে  সংবাদ সূত্র ও গুরুত্বপূর্ণ তথ্যও থাকে। তাদের গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। এই ঘটনা নিন্দাজনক। গিল্ড বলে, মালভিয়ার বিরুদ্ধে যে প্রতিবেদনটি লেখার জন্য এই ঘটনার সূত্রপাত, সেটি আগেই প্রত্যাহার করেছে দ্য ওয়্যয়ার। তল্লাশির নামে পুলিশ যা করেছে তা উদ্বেগজনক।

আরও পড়ুন: ভারত-পাক উত্তেজনার মাঝে ব্লক ‘দ্য ওয়্যার’ নিউজ পোর্টাল

আরও পড়ুন: ফাহাদ শাহকে গ্রেফতারের নিন্দা এডিটরস গিল্ডের