০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আগামী বছর ক্ষমতায় ফেরার আশা ইমরানের

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
  • / 84

পুবের কলম,ওয়েবডেস্ক: আগামী বছর ক্ষমতায় ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। পিটিআই চেয়ারম্যান ইমরান বলেছেন, দলের পরবর্তী প্রতিষ্ঠা দিবসে আবারও ক্ষমতায় ফিরবেন তারা। এদিকে আসন্ন পঞ্জাব প্রাদেশিক নির্বাচনের জন্য প্রচারণাও চালাচ্ছেন তিনি।

 সম্প্রতি পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নির্বাচন একটি বিতর্কের মধ্যে পড়েছে। কারণ দেশটির সরকার সুপ্রিম কোর্টের আদেশ প্রত্যাখ্যান করেছে। এর আগে পিটিআইয়ের আবেদনের প্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল যে, ১৪ মে তারিখের মধ্যে পঞ্জাব প্রদেশের নির্বাচন সম্পন্ন করতে হবে।

এদিকে খাইবার পাখতুনখোয়ার নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। কারণ পাকিস্তানের বর্তমান জোট সরকার জোর দিয়ে বলছে, জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন একইসাথে অনুষ্ঠিত হওয়া উচিত। এই বিষয়ে দেশটির সুপ্রিম কোর্ট এখনও একটি আবেদনের শুনানি করছে। দেশটির শীর্ষ আদালত এখন সেখানকার সমস্ত রাজনৈতিক দলকে নির্বাচনের তারিখ নির্ধারণ করতে বলেছে।

 সরকার জানিয়েছে, এ বিষয়ে তারা আগামীকাল বৈঠক করবে এবং পরের দিন আদালতকে সিদ্ধান্ত জানাবে। এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ইমরান খান তার কর্মীদের বলেছেন, ‘পিটিআইয়ের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা ক্ষমতায় থাকবেন।’ ১৯৯৬ সালের ২৫ এপ্রিল লাহোরে পিটিআই দল প্রতিষ্ঠা করেন ইমরান।

দলটি ২০০২ সালের নির্বাচনের সময় প্রথম আসন জিতেছিল। ওই সময় ইমরান মিয়ানওয়ালির জাতীয় পরিষদের আসনে জয়লাভ করেছিলেন। এদিকে পাকিস্তানের প্রাক্তন এ প্রধানমন্ত্রী দাবি করেছেন, দেশের সমস্ত দুঃখ-দুর্দশার সমাধান এনে দিতে পারবে তাঁর দল। ইমরান তার ভাষণে নিজ দলের কর্মীদের বলেন, ‘প্রকৃত স্বাধীনতার জন্য কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সমৃদ্ধি আসবে ন্যায়পরায়ণতা, গণতন্ত্র এবং স্বাধীনতার মাধ্যমে।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগামী বছর ক্ষমতায় ফেরার আশা ইমরানের

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: আগামী বছর ক্ষমতায় ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। পিটিআই চেয়ারম্যান ইমরান বলেছেন, দলের পরবর্তী প্রতিষ্ঠা দিবসে আবারও ক্ষমতায় ফিরবেন তারা। এদিকে আসন্ন পঞ্জাব প্রাদেশিক নির্বাচনের জন্য প্রচারণাও চালাচ্ছেন তিনি।

 সম্প্রতি পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নির্বাচন একটি বিতর্কের মধ্যে পড়েছে। কারণ দেশটির সরকার সুপ্রিম কোর্টের আদেশ প্রত্যাখ্যান করেছে। এর আগে পিটিআইয়ের আবেদনের প্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল যে, ১৪ মে তারিখের মধ্যে পঞ্জাব প্রদেশের নির্বাচন সম্পন্ন করতে হবে।

এদিকে খাইবার পাখতুনখোয়ার নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। কারণ পাকিস্তানের বর্তমান জোট সরকার জোর দিয়ে বলছে, জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন একইসাথে অনুষ্ঠিত হওয়া উচিত। এই বিষয়ে দেশটির সুপ্রিম কোর্ট এখনও একটি আবেদনের শুনানি করছে। দেশটির শীর্ষ আদালত এখন সেখানকার সমস্ত রাজনৈতিক দলকে নির্বাচনের তারিখ নির্ধারণ করতে বলেছে।

 সরকার জানিয়েছে, এ বিষয়ে তারা আগামীকাল বৈঠক করবে এবং পরের দিন আদালতকে সিদ্ধান্ত জানাবে। এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ইমরান খান তার কর্মীদের বলেছেন, ‘পিটিআইয়ের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা ক্ষমতায় থাকবেন।’ ১৯৯৬ সালের ২৫ এপ্রিল লাহোরে পিটিআই দল প্রতিষ্ঠা করেন ইমরান।

দলটি ২০০২ সালের নির্বাচনের সময় প্রথম আসন জিতেছিল। ওই সময় ইমরান মিয়ানওয়ালির জাতীয় পরিষদের আসনে জয়লাভ করেছিলেন। এদিকে পাকিস্তানের প্রাক্তন এ প্রধানমন্ত্রী দাবি করেছেন, দেশের সমস্ত দুঃখ-দুর্দশার সমাধান এনে দিতে পারবে তাঁর দল। ইমরান তার ভাষণে নিজ দলের কর্মীদের বলেন, ‘প্রকৃত স্বাধীনতার জন্য কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সমৃদ্ধি আসবে ন্যায়পরায়ণতা, গণতন্ত্র এবং স্বাধীনতার মাধ্যমে।’