১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যের ৬ বিধানসভা উপনির্বাচন এক নজরে

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, বুধবার
  • / 71

পুবের কলম, ওয়েবডেস্ক:  আজ রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচন। কড়া নিরাপত্তাবেষ্টনীতে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। কোনও প্রকার অশান্তি রুখতে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে চলছে ভোটগ্রহণ। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নির্বাচন কমিশন সব ক’টি বুথে মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া।

কতগুলো কোম্পানি রয়েছে দেখে নিন এক নজরে

নৈহাটি ১৩ কোম্পানি

হাড়োয়া ১৮ কোম্পানি

সিতাই ১৮ কোম্পানি

মাদারিহাট ১৮ কোম্পানি

মেদিনীপুর ১৯ কোম্পানি

তালডাংরা ২২ কোম্পানি

রাজ্যে ১৫৮৩ টি বুথে চলছে ভোট গ্রহণ।

প্রত্যেকটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে ওয়েব কাস্টিং এর নজরদারি।

কত শতাংশ ভোট পড়েছে

১) বেলা ১ টা পর্যন্ত তালডাংরাতে ভোট পড়েছে ৪৮ শতাংশ। হাড়োয়া ভোট পড়েছে ৪৭.১০ শতাংশ। মেদিনীপুরে ভোট পড়েছে ৪৬.২৪ শতাংশ । মাদারি হাটে ভোট পড়েছে ৪৬.১৮ শতাংশ। সিতাইয়ে ভোট পড়েছে ৪৫ শতাংশ। অন্যদিকে নৈহাটিতে ভোট পড়েছে ৩৯.৭৫ শতাংশ।

২) সকাল ১১ টা পর্যন্ত বাংলার ৬ কেন্দ্রে ভোট পড়েছে ৩০ শতাংশ।
এখনও পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে তালড্যাংরা। সেখানে ভোট পড়েছে গড়ে ৩২ শতাংশ। এ ছাড়াও নৈহাটি, সিতাই, মাদারিহাট, মেদিনীপুর, হাড়োয়াতে ভোটদানের হার যথাক্রমে ২৫.১৭ শতাংশ, ২৯ শতাংশ, ৩১.৮৬ শতাংশ, ৩০.২৫ শতাংশ এবং ৩১.২ শতাংশ।

৩) সকাল ৯টা পর্যন্ত বাংলার ৬ কেন্দ্রে ভোট পড়েছে ১৪.৬৫ শতাংশ।সকাল ৯টা পর্যন্ত বাংলার ছয় আসনের মধ্যে ভোটদানের হারে এগিয়ে বাঁকুড়ার তালড্যাংরা। ওই বিধানসভা আসনে ভোট পড়েছে ১৮ শতাংশ। এ ছাড়া নৈহাটিতে ১৪.৫১ শতাংশ, হাড়োয়ায় ১৪.৮, মেদিনীপুরে ১৪.৩৬ এবং মাদারিহাটে ১৫ শতাংশ ভোট পড়ল। এখনও পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে সিতাইয়ে (১২ শতাংশ)।

কমিশন সূত্রে খবর, ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মোট ১ হাজার ৫৮৩টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সবচেয়ে বেশি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে মেদিনীপুরে।

তারপর সিতাইয়ে ৩০০,

মাদারিহাটে ২২৬,

নৈহাটিতে ২১০,

হাড়োয়ায় ২৭৯,

মেদিনীপুরে ৩০৪ এবং

তালডাংরায় ২৬৪টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

ভোটের এক ঝলক

দুপুর ১.১৫: হাড়োয়ায় আক্রান্ত আইএসএফের পোলিং এজেন্ট। বিক্ষিপ্ত অশান্তি। আইএসএফ প্রার্থীর বিরুদ্ধে হাড়োয়ায় ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ।

বেলা ১২.২৩: মাদারি হাটে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগ। আটক বিজেপি প্রার্থী।

সকাল ১১.৩৩: সস্ত্রীক ভোট দিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা। স্মৃতিকণা শ্রী অরবিন্দ হাই স্কুলে ভোট দেন তাঁরা।

সকাল ১১.৩০: মাদারিহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহারকে ঘিরে বিক্ষোভ। তুমুল উত্তেজনা।

সকাল ১১.২০: ভাটপাড়ায় গুলিকাণ্ডের সঙ্গে কোনও যোগ নেই উপনির্বাচনের, জানাল কমিশন।

সকাল ১১.১১: সিতাইয়ে ইভিএম-এ বিজেপির বোতাম সেলোটেপ দিয়ে আটকে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তুমুল উত্তেজনা।

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যের ৬ বিধানসভা উপনির্বাচন এক নজরে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  আজ রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচন। কড়া নিরাপত্তাবেষ্টনীতে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। কোনও প্রকার অশান্তি রুখতে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে চলছে ভোটগ্রহণ। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নির্বাচন কমিশন সব ক’টি বুথে মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া।

কতগুলো কোম্পানি রয়েছে দেখে নিন এক নজরে

নৈহাটি ১৩ কোম্পানি

হাড়োয়া ১৮ কোম্পানি

সিতাই ১৮ কোম্পানি

মাদারিহাট ১৮ কোম্পানি

মেদিনীপুর ১৯ কোম্পানি

তালডাংরা ২২ কোম্পানি

রাজ্যে ১৫৮৩ টি বুথে চলছে ভোট গ্রহণ।

প্রত্যেকটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে ওয়েব কাস্টিং এর নজরদারি।

কত শতাংশ ভোট পড়েছে

১) বেলা ১ টা পর্যন্ত তালডাংরাতে ভোট পড়েছে ৪৮ শতাংশ। হাড়োয়া ভোট পড়েছে ৪৭.১০ শতাংশ। মেদিনীপুরে ভোট পড়েছে ৪৬.২৪ শতাংশ । মাদারি হাটে ভোট পড়েছে ৪৬.১৮ শতাংশ। সিতাইয়ে ভোট পড়েছে ৪৫ শতাংশ। অন্যদিকে নৈহাটিতে ভোট পড়েছে ৩৯.৭৫ শতাংশ।

২) সকাল ১১ টা পর্যন্ত বাংলার ৬ কেন্দ্রে ভোট পড়েছে ৩০ শতাংশ।
এখনও পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে তালড্যাংরা। সেখানে ভোট পড়েছে গড়ে ৩২ শতাংশ। এ ছাড়াও নৈহাটি, সিতাই, মাদারিহাট, মেদিনীপুর, হাড়োয়াতে ভোটদানের হার যথাক্রমে ২৫.১৭ শতাংশ, ২৯ শতাংশ, ৩১.৮৬ শতাংশ, ৩০.২৫ শতাংশ এবং ৩১.২ শতাংশ।

৩) সকাল ৯টা পর্যন্ত বাংলার ৬ কেন্দ্রে ভোট পড়েছে ১৪.৬৫ শতাংশ।সকাল ৯টা পর্যন্ত বাংলার ছয় আসনের মধ্যে ভোটদানের হারে এগিয়ে বাঁকুড়ার তালড্যাংরা। ওই বিধানসভা আসনে ভোট পড়েছে ১৮ শতাংশ। এ ছাড়া নৈহাটিতে ১৪.৫১ শতাংশ, হাড়োয়ায় ১৪.৮, মেদিনীপুরে ১৪.৩৬ এবং মাদারিহাটে ১৫ শতাংশ ভোট পড়ল। এখনও পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে সিতাইয়ে (১২ শতাংশ)।

কমিশন সূত্রে খবর, ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মোট ১ হাজার ৫৮৩টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সবচেয়ে বেশি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে মেদিনীপুরে।

তারপর সিতাইয়ে ৩০০,

মাদারিহাটে ২২৬,

নৈহাটিতে ২১০,

হাড়োয়ায় ২৭৯,

মেদিনীপুরে ৩০৪ এবং

তালডাংরায় ২৬৪টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

ভোটের এক ঝলক

দুপুর ১.১৫: হাড়োয়ায় আক্রান্ত আইএসএফের পোলিং এজেন্ট। বিক্ষিপ্ত অশান্তি। আইএসএফ প্রার্থীর বিরুদ্ধে হাড়োয়ায় ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ।

বেলা ১২.২৩: মাদারি হাটে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগ। আটক বিজেপি প্রার্থী।

সকাল ১১.৩৩: সস্ত্রীক ভোট দিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা। স্মৃতিকণা শ্রী অরবিন্দ হাই স্কুলে ভোট দেন তাঁরা।

সকাল ১১.৩০: মাদারিহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহারকে ঘিরে বিক্ষোভ। তুমুল উত্তেজনা।

সকাল ১১.২০: ভাটপাড়ায় গুলিকাণ্ডের সঙ্গে কোনও যোগ নেই উপনির্বাচনের, জানাল কমিশন।

সকাল ১১.১১: সিতাইয়ে ইভিএম-এ বিজেপির বোতাম সেলোটেপ দিয়ে আটকে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তুমুল উত্তেজনা।