বিপুল উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত মোমিনপুরে অবস্থিত নবদিশা ইন্টারন্যাশনাল মডেল স্কুলের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এশনিবার লাকার শিক্ষানুরাগী মানুষ, অভিভাবক ও ওলামায়ে কেরামের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উৎসবমুখর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামা’আতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ রাজ্য পরামর্শ পরিষদের সদস্য আশরাফুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়াইমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামসুল আলম মন্ডল।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামা’আতে ইসলামী হিন্দ মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য শাজাহান মন্ডল, বিশিষ্ট আলেমে দ্বীন ও মুফাসসিরে কুরআন হাফিজ মাওলানা হিলাল উদ্দিন মাহমুদী, মোমিনপুর বাজার জামে মসজিদের ইমাম ও গ্লোবাল ইন্টারন্যাশনাল মডেল স্কুলের শিক্ষক আব্দুর রব, শিক্ষক মাসুদ করিম প্রমুখ।
বক্তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতেই এই প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।


































