পুবের কলম প্রতিবেদক: বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়ার পর থেকেই দলের হাল শোচনীয়। একের পর এক সাংসদ-বিধায়ক দল ছেড়েছেন। নিচুতলায়ও জোর কদমে ভাঙন শুরু হয়েছে। দলে ক্রমশই বিরোধী স্বর মাথাচাড়া দিয়ে উঠছে। সব মিলিয়ে বঙ্গ বিজেপির দশা ছন্নছাড়া। এই পরিস্থিতিতে বেহাল সংগঠনের হাল কীভাবে ফেরানো যাবে, তার দিক নির্দেশিকা দিতে আজ মঙ্গলবার রাতে তিনদিনের সফরে কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
চলতি সফরে সাংগঠনিক বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। যদিও তাঁর সফরের সময়ে দলের বেহাল দশা আরও বেআব্রু হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২০২৪ সালের লোকসভা ভোটের কথা মাথায় রেখে গোটা দেশজুড়ে যে বুথ সশক্তিকরণ কর্মসূচি নেওয়া হয়েছে, ওই কর্মসূচি বাংলায় কীভাবে পালন করা হবে, তার দিক নির্দেশিকা দেখাতেই কলকাতায় আসছেন পদ্ম শিবিরের প্রধান সেনাপতি। আজ মঙ্গলবার রাতে কলকাতায় নামবেন তিনি।
বুধবার সকালে প্রথমে চুঁচুড়ায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বন্দেমাতরম্ ভবন ও পরে চন্দননগরে রাসবিহারী বসুর পৈতৃক ভিটেতে যেতে পারেন তিনি। ফিরে এসে জাতীয় গ্রন্থাগারে রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠকে থাকবেন।
মূলত বুথে শক্তি কীভাবে বাড়ানো যায়, আগামী পঞ্চায়েত ভোটে কীভাবে তৃণমূলকে টক্কর দেওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে। রাতে নিউ টাউনের বেসরকারি হোটেলে রাজ্যের বাছাই করা নেতা ও পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন। পরের দিন বৃহস্পতিবার সকালে বেলুড় মঠে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে ফিরে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে বিজেপি-র মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন।
পরে কলামন্দিরে মোদি সরকারের আট বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি সভায় বক্তৃতা করার কথা রয়েছে তাঁর। ওই অনুষ্ঠান শেষে উড়ে যাবেন দিল্লি।



































