১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার ঢাকায় ফিরছেন খালেদা জিয়া

পুবের কলম ওয়েবডেস্ক:  প্রায় চার মাস পর বাংলাদেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানা গিয়েছে, দুই পুত্রবধূ-সহ ৪ মে লন্ডন থেকে তাঁর রওনা দেওয়ার কথা রয়েছে। শুক্রবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেন, ‘ম্যাডাম আগামী ৫ তারিখ সকালে দেশে ফিরছেন। আমরা যত দূর জানি যে, সঙ্গে উনার দুই বউ-মা অর্থাৎ তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমানের আসার কথা রয়েছে।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান। লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন। পরে ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় তাদের অধীনে চিকিৎসাধীন। অর্ধযুগের বেশি সময় পরে এবারই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করেছেন খালেদা জিয়া।
গত ৬ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বর্তী সরকার শপথ নেওয়ার পরেই খালেদার বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হয়েছিল। তাঁর কারাদণ্ড মকুব করে দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অন্যদিকে, শেখ হাসিনার জমানায় গ্রেফতারি এড়াতে লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন তারেক। গত ৮ জানুয়ারি খালেদা লন্ডনে পৌঁছনোর পরে তারেকের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। সাত বছর পরে পুত্রের মুখোমুখি হয়ে আপ্লুত হয়ে পড়েছিলেন খালেদা।

আরও পড়ুন: ১৭ ডিসেম্বর থেকে শুরু বাংলাদেশের অমর একুশে বইমেলা
সর্বধিক পাঠিত

হঠাৎ ইসরায়েল-জার্মানির নতুন প্রতিরক্ষা চুক্তি, কারণ কী?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোমবার ঢাকায় ফিরছেন খালেদা জিয়া

আপডেট : ৩ মে ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক:  প্রায় চার মাস পর বাংলাদেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানা গিয়েছে, দুই পুত্রবধূ-সহ ৪ মে লন্ডন থেকে তাঁর রওনা দেওয়ার কথা রয়েছে। শুক্রবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেন, ‘ম্যাডাম আগামী ৫ তারিখ সকালে দেশে ফিরছেন। আমরা যত দূর জানি যে, সঙ্গে উনার দুই বউ-মা অর্থাৎ তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমানের আসার কথা রয়েছে।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান। লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন। পরে ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় তাদের অধীনে চিকিৎসাধীন। অর্ধযুগের বেশি সময় পরে এবারই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করেছেন খালেদা জিয়া।
গত ৬ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বর্তী সরকার শপথ নেওয়ার পরেই খালেদার বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হয়েছিল। তাঁর কারাদণ্ড মকুব করে দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অন্যদিকে, শেখ হাসিনার জমানায় গ্রেফতারি এড়াতে লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন তারেক। গত ৮ জানুয়ারি খালেদা লন্ডনে পৌঁছনোর পরে তারেকের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। সাত বছর পরে পুত্রের মুখোমুখি হয়ে আপ্লুত হয়ে পড়েছিলেন খালেদা।

আরও পড়ুন: ১৭ ডিসেম্বর থেকে শুরু বাংলাদেশের অমর একুশে বইমেলা