০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা মেডিক্যাল কলেজে ফের অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল হাসপাতাল চত্বরে

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৬ অগাস্ট ২০২৫, বুধবার
  • / 155

পুবের কলম ওয়েবডেস্ক: SSKM-এর পর এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতা মেডিক্যাল কলেজেও। গ্রিন বিল্ডিংয়ে হঠাৎ আগুন লেগে ব্যাপক আতঙ্ক ছড়ায় গোটা হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ে রয়েছে ব্লাড ব্যাঙ্ক-সহ একাধিক জরুরি বিভাগ, যেখানে সারাদিন রোগীর আত্মীয়-পরিজনের আনাগোনা লেগেই থাকে। আগুন দেখে আতঙ্কে অনেকেই তড়িঘড়ি বিল্ডিং ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিক ভাবে বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে ফায়ার ব্রিগেড।

উল্লেখযোগ্য, গত বছর ২৪ নভেম্বরও কলকাতা মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দোতলায় অবস্থিত কার্ডিয়োলজি বিভাগের শৌচাগারে আগুন লাগে। সেবারও হাসপাতালে রোগী এবং তাঁদের পরিজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও দমকলের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছিল।

আরও পড়ুন: কবে হবে নেপালের পরবর্তী নির্বাচন ? তারিখ জানালেন নয়া তদারকি সরকার

আরও সম্প্রতি, গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শহরের আর এক প্রধান সরকারি হাসপাতাল SSKM-এ। সেখানে জরুরি বিভাগের ডিসপ্লে বোর্ডে আগুন লাগে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে এলেও, রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: হুগলির উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ স্থানে অগ্নিকাণ্ড

এই ধরনের একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রশাসনের তরফে যদিও পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বারাণসীর মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত প্রধান পুরোহিত-সহ ৭

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা মেডিক্যাল কলেজে ফের অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল হাসপাতাল চত্বরে

আপডেট : ৬ অগাস্ট ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: SSKM-এর পর এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতা মেডিক্যাল কলেজেও। গ্রিন বিল্ডিংয়ে হঠাৎ আগুন লেগে ব্যাপক আতঙ্ক ছড়ায় গোটা হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ে রয়েছে ব্লাড ব্যাঙ্ক-সহ একাধিক জরুরি বিভাগ, যেখানে সারাদিন রোগীর আত্মীয়-পরিজনের আনাগোনা লেগেই থাকে। আগুন দেখে আতঙ্কে অনেকেই তড়িঘড়ি বিল্ডিং ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিক ভাবে বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে ফায়ার ব্রিগেড।

উল্লেখযোগ্য, গত বছর ২৪ নভেম্বরও কলকাতা মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দোতলায় অবস্থিত কার্ডিয়োলজি বিভাগের শৌচাগারে আগুন লাগে। সেবারও হাসপাতালে রোগী এবং তাঁদের পরিজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও দমকলের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছিল।

আরও পড়ুন: কবে হবে নেপালের পরবর্তী নির্বাচন ? তারিখ জানালেন নয়া তদারকি সরকার

আরও সম্প্রতি, গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শহরের আর এক প্রধান সরকারি হাসপাতাল SSKM-এ। সেখানে জরুরি বিভাগের ডিসপ্লে বোর্ডে আগুন লাগে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে এলেও, রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: হুগলির উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ স্থানে অগ্নিকাণ্ড

এই ধরনের একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রশাসনের তরফে যদিও পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বারাণসীর মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত প্রধান পুরোহিত-সহ ৭