যাত্রী সুবিধায় বাড়ানো হচ্ছে মেট্রো সংখ্যা
- আপডেট : ২৪ অগাস্ট ২০২৫, রবিবার
 - / 176
 
পুবের কলম ওয়েবডেস্ক : দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কতৃপক্ষ। আগামীকাল থেকে অতিরিক্ত মেট্রো চলবে ২৬২-র বদলে ২৮৪ টি, প্রতিদিন। এমনকি শেষ মেট্রো ছাড়ার সময়ও পরিবর্তন হয়েছে।
শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৩৩ মিনিটে। সেই সময় বদলে হল রাত ৯টা ৩৪ মিনিট। আর শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে দমদম স্টেশন যাওয়ার জন্য শেষ মেট্রো রাত ৯.৪৩ মিনিটে ছাড়ে। কিন্তু আগামী সোমবার থেকে সেই সময় বদলে যাচ্ছে। নতুন সময় রাত ৯.৪৪ মিনিট।
তবে প্রথম মেট্রো পূর্ব নির্ধারিত সময়েই ছাড়বে , জানাল কর্তৃপক্ষ। গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় এসে নতুন তিনটি মেট্রো রুটের শুভ সূচনা করেন। তাই ওয়াকিবহাল মহল মনে করছে, কলকাতা মহানগরের গতি আরও বেরে গেল। যাত্রীদের কথা ভেবে ও যাত্রী পরিষেবা অটুট রাখতে মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে বলে খবর।
																			
																		



























