১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিহার নির্বাচন: তিনে নেমে গেলেও লড়াইয়ে টিকে আরজেডি, কংগ্রেসের শোচনীয় ভরাডুবি

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার
  • / 192

 

বিহার বিধানসভা নির্বাচনে চিত্রটা বদলে যাচ্ছে দ্রুত। গত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শীর্ষে থাকা আরজেডি এবার পিছিয়ে রইলেও মহাগঠবন্ধনের মধ্যে একমাত্র লড়াইটা চালিয়ে যাচ্ছে তারাই। গণনা মাঝপথে,তবু প্রবণতা পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে, লালু-তেজস্বীর দল এবার তৃতীয় স্থানে নামতে চলেছে।

অন্যদিকে, ক্ষমতার দোরগোড়ায় দাঁড়িয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, যেখানে নীতীশ কুমারের জেডিইউ জোটে শক্তি জুগিয়েছে। বিজেপি একক শক্তি হিসেবেও বহু আসনে এগিয়ে স্পষ্ট প্রভাব বিস্তার করছে।

কে কোথায় দাঁড়িয়ে?

গণনার প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে চিত্র দাঁড়িয়েছে এমন—

এনডিএ:

১৬০টির বেশি আসনে এগিয়ে—একক সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা (১২৩) অনেক আগেই পেরিয়ে গেছে।

মহাগঠবন্ধন (৭৮ আসন):

আরজেডি: এগিয়ে ৫৯ আসনে, জোটের মুখ রক্ষা করছে তেজস্বীর দল।

কংগ্রেস: শোচনীয় অবস্থা—মাত্র ১৪–১৫ আসনে এগিয়ে।

বাম দলসমূহ:

সিপিআইএমএল: ৩

সিপিআই: ১

সিপিএম: ১

 

অন্যান্য দল:

ভিআইপি, আইআইপি—এখনও খাতা খুলতে পারেনি

এআইএমআইএম—১ আসনে এগিয়ে

ভোটের পরিসংখ্যান ও পটভূমি

বিহারে ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভোট গ্রহণ হয়। তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে প্রায় ৩০ লাখ ভোটার বাদ পড়ে—যা রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিল।

দুই দফাতেই ভোট পড়েছে ৬০ শতাংশের বেশি। অধিকাংশ বুথফেরত সমীক্ষাই আগেই এনডিএ-কে এগিয়ে রেখেছিল, আর গণনাও সেই সমীক্ষাকে সত্যি প্রমাণ করছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহার নির্বাচন: তিনে নেমে গেলেও লড়াইয়ে টিকে আরজেডি, কংগ্রেসের শোচনীয় ভরাডুবি

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার

 

বিহার বিধানসভা নির্বাচনে চিত্রটা বদলে যাচ্ছে দ্রুত। গত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শীর্ষে থাকা আরজেডি এবার পিছিয়ে রইলেও মহাগঠবন্ধনের মধ্যে একমাত্র লড়াইটা চালিয়ে যাচ্ছে তারাই। গণনা মাঝপথে,তবু প্রবণতা পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে, লালু-তেজস্বীর দল এবার তৃতীয় স্থানে নামতে চলেছে।

অন্যদিকে, ক্ষমতার দোরগোড়ায় দাঁড়িয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, যেখানে নীতীশ কুমারের জেডিইউ জোটে শক্তি জুগিয়েছে। বিজেপি একক শক্তি হিসেবেও বহু আসনে এগিয়ে স্পষ্ট প্রভাব বিস্তার করছে।

কে কোথায় দাঁড়িয়ে?

গণনার প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে চিত্র দাঁড়িয়েছে এমন—

এনডিএ:

১৬০টির বেশি আসনে এগিয়ে—একক সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা (১২৩) অনেক আগেই পেরিয়ে গেছে।

মহাগঠবন্ধন (৭৮ আসন):

আরজেডি: এগিয়ে ৫৯ আসনে, জোটের মুখ রক্ষা করছে তেজস্বীর দল।

কংগ্রেস: শোচনীয় অবস্থা—মাত্র ১৪–১৫ আসনে এগিয়ে।

বাম দলসমূহ:

সিপিআইএমএল: ৩

সিপিআই: ১

সিপিএম: ১

 

অন্যান্য দল:

ভিআইপি, আইআইপি—এখনও খাতা খুলতে পারেনি

এআইএমআইএম—১ আসনে এগিয়ে

ভোটের পরিসংখ্যান ও পটভূমি

বিহারে ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভোট গ্রহণ হয়। তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে প্রায় ৩০ লাখ ভোটার বাদ পড়ে—যা রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিল।

দুই দফাতেই ভোট পড়েছে ৬০ শতাংশের বেশি। অধিকাংশ বুথফেরত সমীক্ষাই আগেই এনডিএ-কে এগিয়ে রেখেছিল, আর গণনাও সেই সমীক্ষাকে সত্যি প্রমাণ করছে।