পুবের কলম, ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর শুধুমাত্র ‘ট্রেলার ছিল, সোমবার মন্তব্য করলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর দ্রুত পদক্ষেপ ও প্রতিরক্ষা সক্ষমতা কীভাবে ভারতকে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছিল তা দেশবাসী দেখেছে। এই অপারেশন “৮৮ ঘন্টার ট্রেলার” ছিল বলে মন্তব্য করেন সেনাপ্রধান। তিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতের সশস্ত্র বাহিনী প্রতিবেশী দেশকে কীভাবে দায়িত্বশীল আচরণ করাতে হয় তা শেখাতে প্রস্তুত রয়েছে।
নয়াদিল্লিতে ‘চাণক্য ডিফেন্স ডায়ালগ’-এর প্রারম্ভিক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, “ভবিষ্যতে যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি। পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা তাদের শেখাবো যে প্রতিবেশী দেশের সাথে কীভাবে দায়িত্বশীল আচরণ করতে হয়।” সেনাপ্রধানের বক্তব্য, “যখন পাকিস্তান জঙ্গি কার্যকলাপকে উস্কে দেয়, তখন সেটা আমাদের মাথাব্যথার কারণ হয়। আমরা উন্নতির কথা বলি, কিন্তু যখনই পাকিস্তান তাতে বাধা দেওয়ার চেষ্টা করে, আমাদের পদক্ষেপ করতেই হয়। জঙ্গি এবং তাদের হ্যান্ডলারদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ করবই। যদি কোনও হুমকি-বার্তাও আসে, আমরা জানি কাকে উত্তরটা দিতে হবে।’ তাঁর আরও দাবি, ‘পাকিস্তান এখনও ক্রস বর্ডার টেররিজ়ম চালাচ্ছে। মে মাসের অপারেশন সিঁদুর শুধুমাত্র একটি ট্রেলার ছিল।”































