পুবের কলম প্রতিবেদক, কলকাতা: রাজ্যে চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় ‘গুরুতর কার্যগত ত্রুটি’ ও ‘অন্যায়ভাবে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া’র অভিযোগ তুলে আবারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও কমিশনকে চিঠি লিখে এসআইআর-এর নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।
সোমবার চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন, সংশোধন শুনানির সময় বহু ভোটার যোগ্যতার প্রমাণপত্র জমা দিলেও সেগুলোর কোনো গ্রহণরসিদ (প্রাপ্তি স্বীকার) দেওয়া হচ্ছে না। ফলে নথি “রেকর্ডে নেই” বলে দেখিয়ে পরবর্তীতে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, প্রাপ্য রসিদের অভাব নাগরিকদের অসহায় অবস্থায় ফেলছে এবং কেবলমাত্র কারিগরি অজুহাতে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাঁর মতে, সংবিধানসম্মত অধিকার থেকে বঞ্চিত করছে সাধারণ ভোটারদের।



































