পুবের কলম, দেরাদুন: অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলা ঘিরে চাপ বাড়ছে উত্তরাখণ্ড সরকারের উপর। ন্যায়বিচারের দাবিতে সরব বিরোধী দল থেকে শুরু করে আম জনতা। চাপের মুখে সিবিআই তদন্তের সুপারিশ করে ধামি সরকার। এবার হত্যা মামলার সঙ্গে জড়িত অভিযুক্ত “ভিআইপি”-দের শনাক্ত করতে একটি এফআইআর নথিভুক্ত করল পুলিশ। সোমবার উত্তরাখণ্ড পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিবেশবিদ ও পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত অনিল প্রকাশ জোশীর অভিযোগের ভিত্তিতে দেরাদুনের বসন্ত বিহার থানায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। জোশী পুলিশ মহাপরিদর্শকের কাছে দাখিল করা অভিযোগপত্রে উল্লেখ করেন, অঙ্কিতা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ব্যক্তিদের দোষী সাব্যস্ত করা হলেও, এখনও অভিযোগ রয়েছে যে মামলার কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট ও নষ্ট করা হয়েছে। তিনি বলেন, অজ্ঞাত পরিচয়ের এক ‘ভিআইপি’-কে কেন্দ্র করে নতুন করে তদন্ত চালানো জরুরি, যাতে সম্পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সনহিতা (বিএনএস)-এর ধারা ২৩৮, ২৪৯ ও ৪৫ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত বলেন, এফআইআরটি অঙ্কিতার বাবা-মায়ের পক্ষ থেকে হওয়াই শ্রেয় ছিল। অভিযোগকারী ব্যক্তি অত্যন্ত সম্মানিত হলেও, অঙ্কিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দাখিল করা হলে তা আরও সঙ্গত হতো। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি সরকারের প্রতি আবেদন জানিয়ে বলেন, “অঙ্কিতার বাবা বিরেন্দ্র সিংহকে ডেকে সমাজকর্মীদের সহায়তায় তাঁর মত অনুযায়ী অভিযোগপত্র প্রস্তুত করা হোক।”
২০২২ সালের অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলায় ‘ভিআইপি’-র জড়িত থাকার নতুন অভিযোগ ঘিরে উত্তাল হয় উত্তরাখণ্ড। বিরোধী দলগুলির দাবি, সম্ভাব্য সিবিআই তদন্তটি সুপ্রিম কোর্ট বা হাই কোর্টের কোনও বর্তমান বিচারকের তত্ত্বাবধানে হওয়া উচিত। রাজনৈতিক ও সামাজিক বেশ কয়েকটি সংগঠন রাজ্যজুড়ে “উত্তরাখণ্ড বন্ধ”-এর ডাক দিয়েছে। রাজ্য কংগ্রেস সভাপতি গণেশ গদিয়াল জানান, দল বন্ধের সমর্থনে থাকবে। যদিও এ’দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, তাঁর সরকারের কাজ ব্যাহত করতে একটি ষড়যন্ত্র করা হচ্ছে। প্রমাণ মিললে কাউকেই রেয়াত করা হবে না।
বন্ধ নিয়ে গড়ওয়াল জোনের আইজিপি রাজীব স্বরূপ বলেছেন, বন্ধের দিন আইন-শৃঙ্খলা রক্ষায় বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে সামাজিক মাধ্যমে উসকানিমূলক পোস্ট বা বার্তা শেয়ার না করার আহ্বান জানান।



























