১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এবার ‘দুয়ারে সরকার’ ক্যাম্পেই হবে স্বাস্থ্য পরীক্ষা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 47

ফাইল চিত্র

পুবের কলম প্রতিবেদকঃ যেহেতু দুয়ারে সরকার ক্যাম্পের উদ্যোগে মানুষের সাড়া পাওয়া গিয়েছে– তাই এবার সেই ক্যাম্পেই টিকাকরণের কথা ভাবছে রাজ্য সরকার। মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। সেখানে উল্লেখ করা হয়েছে– দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা দেওয়ার উদ্যোগ নিতে জেলা প্রশাসনকে।

রাজ্য সরকারি প্রকল্প সংক্রান্ত পরিষেবা যাতে মানুষের কাছে সহজেই পৌঁছে যায়– সেই উদ্দেশ্যেই ‘দুয়ারে সরকার’ ক্যাম্প চালু করার উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের পর রাজ্যে যে সব ক্যাম্প চালুও হয়েছে ইতিমধ্যেই। সেই সব ক্যাম্পেই এবার যাতে করোনার টিকা দেওয়া সম্ভব হয়– সেই নির্দেশিকাই দিল স্বাস্থ্য দফতর। শুধু টিকা নয়–  স্বাস্থ্য সংক্রান্ত একাধিক পরিষেবা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক উড়ানে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক, নির্দেশ স্বাস্থ্য দফতরের

কার্যত ‘দুয়ারে স্বাস্থ্য’ পরিষেবা চালু করতে চলেছে রাজ্য। দ্বিতীয় ডোজের টিকাকরণে গতি আনতেই দুয়ারে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া– ৩০-এর বেশি বয়সী ব্যক্তিরা উচ্চ রক্তচাপ– ডায়াবিটিস– মুখের ক্যানসারে আক্রান্ত কি না– তা পরীক্ষা করার জন্য চিকিৎসক থাকবেন ক্যাম্পে। যে কোনও বয়সী ব্যক্তি বা মহিলাদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে। টিবি বা টিউবারকিউলোসিসের উপসর্গ থাকলে– সংশ্লিষ্ট ব্যক্তির শারীরিক পরীক্ষা করার ব্যবস্থাও থাকবে। নতুন বছরের জানুয়ারি মাস থেকেই এই সব পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার ‘দুয়ারে সরকার’ ক্যাম্পেই হবে স্বাস্থ্য পরীক্ষা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলম প্রতিবেদকঃ যেহেতু দুয়ারে সরকার ক্যাম্পের উদ্যোগে মানুষের সাড়া পাওয়া গিয়েছে– তাই এবার সেই ক্যাম্পেই টিকাকরণের কথা ভাবছে রাজ্য সরকার। মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। সেখানে উল্লেখ করা হয়েছে– দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা দেওয়ার উদ্যোগ নিতে জেলা প্রশাসনকে।

রাজ্য সরকারি প্রকল্প সংক্রান্ত পরিষেবা যাতে মানুষের কাছে সহজেই পৌঁছে যায়– সেই উদ্দেশ্যেই ‘দুয়ারে সরকার’ ক্যাম্প চালু করার উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের পর রাজ্যে যে সব ক্যাম্প চালুও হয়েছে ইতিমধ্যেই। সেই সব ক্যাম্পেই এবার যাতে করোনার টিকা দেওয়া সম্ভব হয়– সেই নির্দেশিকাই দিল স্বাস্থ্য দফতর। শুধু টিকা নয়–  স্বাস্থ্য সংক্রান্ত একাধিক পরিষেবা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক উড়ানে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক, নির্দেশ স্বাস্থ্য দফতরের

কার্যত ‘দুয়ারে স্বাস্থ্য’ পরিষেবা চালু করতে চলেছে রাজ্য। দ্বিতীয় ডোজের টিকাকরণে গতি আনতেই দুয়ারে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া– ৩০-এর বেশি বয়সী ব্যক্তিরা উচ্চ রক্তচাপ– ডায়াবিটিস– মুখের ক্যানসারে আক্রান্ত কি না– তা পরীক্ষা করার জন্য চিকিৎসক থাকবেন ক্যাম্পে। যে কোনও বয়সী ব্যক্তি বা মহিলাদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে। টিবি বা টিউবারকিউলোসিসের উপসর্গ থাকলে– সংশ্লিষ্ট ব্যক্তির শারীরিক পরীক্ষা করার ব্যবস্থাও থাকবে। নতুন বছরের জানুয়ারি মাস থেকেই এই সব পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে।