১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শুধুই আর জাতির জনক নন, এবার ভারতীয় নোটে জায়গা পেতে চলেছেন রবীন্দ্রনাথ- কালাম

 

পুবের কলম  ওয়েবডেস্কঃ এবার আর শুধুই গান্ধিজী নন ভারতীয় নোটে জায়গা পেতে চলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রবাদপ্রতিম বিজ্ঞানী তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম।

আরও পড়ুন: Father of the Nation: ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন’… নাহিদ ইসলাম

একটি সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী গান্ধিজী এবং কালামের ছবি দেওয়া দুটি নোটের নমুনা পাঠানো হয়েছে দিল্লি আইআইটি’র অধ্যাপক দিলীপ টি সাহানির কাছে। সেন্ট্রাল ব্যাঙ্ক এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া  এই নমুনা পাঠিয়েছে। তিনি সবুজ সঙ্কেত দিলেই তা চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে পাঠানো হবে।

জালনোটের রমরমা রুখতে ২০২০ সালে নোটে আরও কিছু উন্নত ফিচার যোগ করার দায়িত্ব পেয়েছিল রিজার্ভ ব্যাংকের অভ্যন্তরীণ কমিটি। নোটের নিরাপত্তা বাড়াতে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেই কমিটিই নতুন নোটে গান্ধীজির পাশাপাশি আরও বিশিষ্ট ভারতীয়র ছবি ছাপানোর সুপারিশ দিয়েছিল। সেই মোতাবেক বেছে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আবদুল কালামের নাম। তবে কত টাকার নোটে এই ছবি ছাপা হবে বা কতদিন  বাদে সেই নোট বাজারে আসবে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি।

সর্বধিক পাঠিত

২৪ ঘণ্টার মধ্যে ইরানে মার্কিন হামলার আশঙ্কা, যুদ্ধের মুখে তেহরান-ওয়াশিংটন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুধুই আর জাতির জনক নন, এবার ভারতীয় নোটে জায়গা পেতে চলেছেন রবীন্দ্রনাথ- কালাম

আপডেট : ৫ জুন ২০২২, রবিবার

 

পুবের কলম  ওয়েবডেস্কঃ এবার আর শুধুই গান্ধিজী নন ভারতীয় নোটে জায়গা পেতে চলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রবাদপ্রতিম বিজ্ঞানী তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম।

আরও পড়ুন: Father of the Nation: ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন’… নাহিদ ইসলাম

একটি সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী গান্ধিজী এবং কালামের ছবি দেওয়া দুটি নোটের নমুনা পাঠানো হয়েছে দিল্লি আইআইটি’র অধ্যাপক দিলীপ টি সাহানির কাছে। সেন্ট্রাল ব্যাঙ্ক এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া  এই নমুনা পাঠিয়েছে। তিনি সবুজ সঙ্কেত দিলেই তা চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে পাঠানো হবে।

জালনোটের রমরমা রুখতে ২০২০ সালে নোটে আরও কিছু উন্নত ফিচার যোগ করার দায়িত্ব পেয়েছিল রিজার্ভ ব্যাংকের অভ্যন্তরীণ কমিটি। নোটের নিরাপত্তা বাড়াতে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেই কমিটিই নতুন নোটে গান্ধীজির পাশাপাশি আরও বিশিষ্ট ভারতীয়র ছবি ছাপানোর সুপারিশ দিয়েছিল। সেই মোতাবেক বেছে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আবদুল কালামের নাম। তবে কত টাকার নোটে এই ছবি ছাপা হবে বা কতদিন  বাদে সেই নোট বাজারে আসবে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি।