০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আফগান নারীদের উচ্চ শিক্ষা প্রদানে তৈরি ইরান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 45

পুবের কলম, ওয়েবডেস্ক: আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ করেছে তালিবান সরকার। এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে সমালোচিত হলেও ইরান আফগান নারীদের শিক্ষা প্রদানের ভার নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

ইরানের বিদেশমন্ত্রকের তরফে নিযুক্ত পশ্চিম এশিয়া অঞ্চলের মহাসচিব রসূল মোসাভি এ বিষয়ে এক ট্যুইট করে জানান, ইতিমধ্যে তেহরানে অবস্থিত আফগান দূতাবাসের প্রধান আধিকারিকের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। তিনি জানান, আফগানিস্তানের বিশ্ববিদ্যালয় ছাত্রীদের নানা ভাবে সাহায্য করতে পারে ইরান। অনলাইনে বিশ্ববিদ্যালয়ের কোর্স করাতে পারে ইরান।

আরও পড়ুন: বোমা মারলেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না, আমেরিকাকে বার্তা ইরানের বিদেশমন্ত্রীর

এভাবে ইরানি শিক্ষা পরিকাঠামোর ব্যবহার করতে পারবে আফগান ছাত্রীরা। এক বিবৃতিতে ইরানি বিদেশমন্ত্রকের মুখপাত্র নাসের কানানি বলেন, ‘আফগানিস্তানে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ হওয়ার খবর পেয়ে তেহরান দু:খিত।’ তিনি আরও জানান, ইরান আশা করছে স্কুল-বিশ্ববিদ্যালয়ে মেয়ে ও নারীদের ওপর আফগান সরকারের জারি করা নিষেধাজ্ঞা দ্রুত উঠে যাবে।

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, আইন পাস ইরানের সংসদে

সকলের শিক্ষার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তেহরান। নাসেরের মতে, নারী শিক্ষাই পারে আফগানিস্তানে উন্নয়ন ও বিকাশের জোয়ার আনতে। এর আগে তালিবান চালিত আফগান সরকার পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে। এই খবরে রাষ্ট্রসংঘ বিরক্তি প্রকাশ করেছে।

আরও পড়ুন: ইরানের সুন্নি আলেমদের ঐতিহাসিক বিবৃতি: ‘একতার ডাক’ মুসলিম উম্মাহর প্রতি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আফগান নারীদের উচ্চ শিক্ষা প্রদানে তৈরি ইরান

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ করেছে তালিবান সরকার। এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে সমালোচিত হলেও ইরান আফগান নারীদের শিক্ষা প্রদানের ভার নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

ইরানের বিদেশমন্ত্রকের তরফে নিযুক্ত পশ্চিম এশিয়া অঞ্চলের মহাসচিব রসূল মোসাভি এ বিষয়ে এক ট্যুইট করে জানান, ইতিমধ্যে তেহরানে অবস্থিত আফগান দূতাবাসের প্রধান আধিকারিকের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। তিনি জানান, আফগানিস্তানের বিশ্ববিদ্যালয় ছাত্রীদের নানা ভাবে সাহায্য করতে পারে ইরান। অনলাইনে বিশ্ববিদ্যালয়ের কোর্স করাতে পারে ইরান।

আরও পড়ুন: বোমা মারলেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না, আমেরিকাকে বার্তা ইরানের বিদেশমন্ত্রীর

এভাবে ইরানি শিক্ষা পরিকাঠামোর ব্যবহার করতে পারবে আফগান ছাত্রীরা। এক বিবৃতিতে ইরানি বিদেশমন্ত্রকের মুখপাত্র নাসের কানানি বলেন, ‘আফগানিস্তানে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ হওয়ার খবর পেয়ে তেহরান দু:খিত।’ তিনি আরও জানান, ইরান আশা করছে স্কুল-বিশ্ববিদ্যালয়ে মেয়ে ও নারীদের ওপর আফগান সরকারের জারি করা নিষেধাজ্ঞা দ্রুত উঠে যাবে।

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, আইন পাস ইরানের সংসদে

সকলের শিক্ষার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তেহরান। নাসেরের মতে, নারী শিক্ষাই পারে আফগানিস্তানে উন্নয়ন ও বিকাশের জোয়ার আনতে। এর আগে তালিবান চালিত আফগান সরকার পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে। এই খবরে রাষ্ট্রসংঘ বিরক্তি প্রকাশ করেছে।

আরও পড়ুন: ইরানের সুন্নি আলেমদের ঐতিহাসিক বিবৃতি: ‘একতার ডাক’ মুসলিম উম্মাহর প্রতি