১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিমা সংস্থাগুলির কাছে কোভিড পলিসিতে ছাড় দেওয়ার আবেদন জানালো আইআরডিএআই

পুবের কলম, ওয়েবডেস্ক: বর্তমানে করোনা আতঙ্ক ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। উদ্বিগ্ন কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে দেশসহ অন্যান্য রাজ্যে শুরু হয়েছে মক ড্রিল।
এবার এই অবস্থায় বিমা সংস্থাগুলির কাছে কোভিড পলিসিতে ছাড় দেওয়ার আবেদন জানালো আইআরডিএআই (ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া), কেন্দ্রীয় বিমা নিয়ন্ত্রক। তিনটি টিকা অর্থাৎ বুস্টার ডোজ নেওয়া থাকলে পলিসিতে ছাড় দেওয়ার দেওয়ার সুপারিশ করল কেন্দ্রীয় বিমা নিয়ন্ত্রক (আইআরডিএআই)। সাধারণ ও স্বাস্থ্য বিমার রিনিউয়ালের ক্ষেত্রে বুস্টার টিকাপ্রাপ্তদের ছাড় দেওয়া সুপারিশ করা হয়েছে।

কেন্দ্রীয় বিমা নিয়ন্ত্রক জীবন বিমা ও অন্য বিমা সংস্থাদের জন্য আরও একটি নির্দেশ দিয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড সংক্রান্ত কোনও ক্লেমকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। সেই সঙ্গে বিমা সংক্রান্ত নথিপত্রের কাজ যেন একটু কম করা হয়।

আরও পড়ুন: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে অব্যাহতি চান সিট প্রধান

পাশাপাশি বিমা সংস্থাদের প্রতি অনুরোধ করা হয়েছে তাদের তালিকাভুক্ত হাসপাতালগুলিতে করোনা সম্পর্কিত ভর্তির জন্য শুরুতেই যেন টাকা চাওয়া না হয়, তা সুনিশ্চিত করতে।
জনসাধারণের সচেতনতা বৃদ্ধির বিষয়েও বিমা সংস্থাগুলিকে প্রচারেরও অনুরোধ করা হয়েছে। এই বিষয়ে সংস্থাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার চালাতে বলা হয়েছে।

আরও পড়ুন: দুর্নীতি রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি, প্রভাবশালী হলেও ছাড় নয়, এজেন্সিগুলিকে দাওয়াই মোদির

উল্লেখ্য, চিনে আবার ভয়াবহ আকার ধারণ করোনা। এরই মধ্যে কলকাতায় বিদেশ থেকে আগত প্রবাসীর শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। যা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে জনমানসে। পরিস্থিতি যাতে নাগালের বাইরে না যায়, তার জন্য টিকাকরণের ওপর জোর দিতে চাইছে কেন্দ্র সরকার। হাসপাতালগুলিতে সব পরিকাঠামো ঠিক আছে কিনা, তার জন্য দিল্লি সহ একাধিক রাজ্য শুরু হয়েছে মক ড্রিল। মঙ্গলবার মক ড্রিল চলাকালীন দিল্লির সফদরজং হাসপাতালে নিজে উপস্থিত থেকে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

সর্বধিক পাঠিত

মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিমা সংস্থাগুলির কাছে কোভিড পলিসিতে ছাড় দেওয়ার আবেদন জানালো আইআরডিএআই

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বর্তমানে করোনা আতঙ্ক ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। উদ্বিগ্ন কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে দেশসহ অন্যান্য রাজ্যে শুরু হয়েছে মক ড্রিল।
এবার এই অবস্থায় বিমা সংস্থাগুলির কাছে কোভিড পলিসিতে ছাড় দেওয়ার আবেদন জানালো আইআরডিএআই (ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া), কেন্দ্রীয় বিমা নিয়ন্ত্রক। তিনটি টিকা অর্থাৎ বুস্টার ডোজ নেওয়া থাকলে পলিসিতে ছাড় দেওয়ার দেওয়ার সুপারিশ করল কেন্দ্রীয় বিমা নিয়ন্ত্রক (আইআরডিএআই)। সাধারণ ও স্বাস্থ্য বিমার রিনিউয়ালের ক্ষেত্রে বুস্টার টিকাপ্রাপ্তদের ছাড় দেওয়া সুপারিশ করা হয়েছে।

কেন্দ্রীয় বিমা নিয়ন্ত্রক জীবন বিমা ও অন্য বিমা সংস্থাদের জন্য আরও একটি নির্দেশ দিয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড সংক্রান্ত কোনও ক্লেমকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। সেই সঙ্গে বিমা সংক্রান্ত নথিপত্রের কাজ যেন একটু কম করা হয়।

আরও পড়ুন: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে অব্যাহতি চান সিট প্রধান

পাশাপাশি বিমা সংস্থাদের প্রতি অনুরোধ করা হয়েছে তাদের তালিকাভুক্ত হাসপাতালগুলিতে করোনা সম্পর্কিত ভর্তির জন্য শুরুতেই যেন টাকা চাওয়া না হয়, তা সুনিশ্চিত করতে।
জনসাধারণের সচেতনতা বৃদ্ধির বিষয়েও বিমা সংস্থাগুলিকে প্রচারেরও অনুরোধ করা হয়েছে। এই বিষয়ে সংস্থাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার চালাতে বলা হয়েছে।

আরও পড়ুন: দুর্নীতি রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি, প্রভাবশালী হলেও ছাড় নয়, এজেন্সিগুলিকে দাওয়াই মোদির

উল্লেখ্য, চিনে আবার ভয়াবহ আকার ধারণ করোনা। এরই মধ্যে কলকাতায় বিদেশ থেকে আগত প্রবাসীর শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। যা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে জনমানসে। পরিস্থিতি যাতে নাগালের বাইরে না যায়, তার জন্য টিকাকরণের ওপর জোর দিতে চাইছে কেন্দ্র সরকার। হাসপাতালগুলিতে সব পরিকাঠামো ঠিক আছে কিনা, তার জন্য দিল্লি সহ একাধিক রাজ্য শুরু হয়েছে মক ড্রিল। মঙ্গলবার মক ড্রিল চলাকালীন দিল্লির সফদরজং হাসপাতালে নিজে উপস্থিত থেকে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।