০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

১৪ দিনের জেল হেফাজতে ছন্দা কোচার সহ তিন অভিযুক্ত

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 46

পুবের কলম ওয়েব ডেস্কঃ  আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ছন্দা কোচার, তাঁর স্বামী দীপক কোচার ও ভিডিওকন গোষ্ঠীর কর্ণধার বেণুগোপাল ধূতকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। ঋণ প্রতারণা-কাণ্ডে অভিযুক্ত এই তিনজন। এক্ষেত্রে তদন্তকারী সংস্থা সিবিআই অবশ্য অভিযুক্তদের নিজেদের হেফাজতে রাখার জন্য আবেদন করেনি।

 

আরও পড়ুন: বৃদ্ধের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ, অভিযোগকারিকে জেল হেফাজতের নির্দেশ আদালতের

বৃহস্পতিবার অভিযুক্তদের বিশেষ আদালতে পেশ করা হয়। সিবিআইয়ের আইনজীবী অভিযুক্তদের তদন্তকারী সংস্থার হেফাজতে রাখার আবেদন না করায় বিচারক তাঁদের ১০ জানুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: আবার জেল হেফাজত মানিকের স্ত্রী ও পুত্রের

 

আরও পড়ুন: ফের ১৪ দিনের জেল হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ অন্যান্যরা

২০১৮ সালে আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও ও ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছিলেন ছন্দা কোচার। তিনি ব্যাঙ্কের ঋণ দেওয়ার পদ্ধতিতে ভিডিওকন গ্রুপ, কনজিউমার ইলেকট্রনিক্স ও তেল ও গ্যাস অনুসন্ধান সংস্থাকে সমর্থন করেছিলেন। এরপরই তা নিয়ে বিতর্কের জেরেই ছন্দা পদত্যাগ করেন।পরবর্তী কালে ভিডিওকন গ্রুপকে ২০১২ সালে ৩২৫০ কোটি টাকা ঋণ দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৪ দিনের জেল হেফাজতে ছন্দা কোচার সহ তিন অভিযুক্ত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ছন্দা কোচার, তাঁর স্বামী দীপক কোচার ও ভিডিওকন গোষ্ঠীর কর্ণধার বেণুগোপাল ধূতকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। ঋণ প্রতারণা-কাণ্ডে অভিযুক্ত এই তিনজন। এক্ষেত্রে তদন্তকারী সংস্থা সিবিআই অবশ্য অভিযুক্তদের নিজেদের হেফাজতে রাখার জন্য আবেদন করেনি।

 

আরও পড়ুন: বৃদ্ধের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ, অভিযোগকারিকে জেল হেফাজতের নির্দেশ আদালতের

বৃহস্পতিবার অভিযুক্তদের বিশেষ আদালতে পেশ করা হয়। সিবিআইয়ের আইনজীবী অভিযুক্তদের তদন্তকারী সংস্থার হেফাজতে রাখার আবেদন না করায় বিচারক তাঁদের ১০ জানুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: আবার জেল হেফাজত মানিকের স্ত্রী ও পুত্রের

 

আরও পড়ুন: ফের ১৪ দিনের জেল হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ অন্যান্যরা

২০১৮ সালে আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও ও ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছিলেন ছন্দা কোচার। তিনি ব্যাঙ্কের ঋণ দেওয়ার পদ্ধতিতে ভিডিওকন গ্রুপ, কনজিউমার ইলেকট্রনিক্স ও তেল ও গ্যাস অনুসন্ধান সংস্থাকে সমর্থন করেছিলেন। এরপরই তা নিয়ে বিতর্কের জেরেই ছন্দা পদত্যাগ করেন।পরবর্তী কালে ভিডিওকন গ্রুপকে ২০১২ সালে ৩২৫০ কোটি টাকা ঋণ দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে।