পুলিশের তৎপরতায় কুমারগঞ্জে উদ্ধার চুরির সামগ্রী

- আপডেট : ৫ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 4
নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর: চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চুরির সামগ্রী উদ্ধার সহ মূল অভিযুক্তকে গ্রেফতার করল কুমারগঞ্জ থানার পুলিশ।
জানা যায়, কুমারগঞ্জ থানার সীতাহার পুকুরপাড়ার বিভিন্ন জায়গায় গোপন সূত্রে অভিযান চালিয়ে কুমারগঞ্জ থানার পুলিশ দুটি সোনার বালা, দুটি কানের দুল, চারটি সোনার আংটি ও নগদ দশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ৩ জানুয়ারি চুরি হয়েছিল আইনুল সরকারের বাড়িতে। গত ৪ জানুয়ারি পুলিশে অভিযোগ জানায় আইনুল সরকার। এরপর আইনুল সরকারের অভিযোগের ভিত্তিতে গভীর রাত্রিতে অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করে কুমারগঞ্জ থানার পুলিশ। উল্লেখ্য, চুরি হওয়ার সমস্ত মূল্যবান সামগ্রী অভিযোগ জানানোর ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার হওয়ায় খুশি এলাকাবাসী।