০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মেলেনি সন্দেহজনক কিছু, গুজরাতে জরুরি অবতরণ করা  গোয়াগামী রুশ বিমানকে “নিরাপদ” ঘোষণা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 18

Representative image

 

 

আরও পড়ুন: বোমাতঙ্ক: ২৪৪ জন যাত্রী নিয়ে গোয়াগামী রুশ বিমান জরুরি অবতরণ করল গুজরাতে

 

আরও পড়ুন: ওড়ার পরই ভেঙে পড়ল রাশিয়ার বিমান, নিহত ১৬

পুবের  কলম ওয়েবডেস্ক: মস্কো-গোয়া বিমানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। বিমান, যাত্রীদের ব্যাগে চিরুনি  তল্লাশি চালানোর পরও কিছুই পাওয়া যায়নি। তাই বিমানটিকে “নিরাপদ” ঘোষণা করেছেন জামনগর বিমানবন্দরের ডিরেক্টর। জামনগরের কালেক্টর সৌরভ পারঘি জানিয়েছেন, এনসিজি, পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড  তল্লাশি অভিযান চালিয়েছে। যাত্রীদের হাত ব্যাগ, চেক-ইন ব্যাগেজ তল্লাশি চালানো হয়েছে। কিন্তু, সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বোমাতঙ্কের জেরে গুজরাতের জামনগর  বিমানবন্দরে অবতরণ করে মস্কো-গোয়া চাটার্ড বিমান। ওই বিমানে ২৩৬ জন যাত্রী ও ৮ জন ক্রু সব মিলিয়ে  ২৪৪ জন ছিলেন। সকলেই নিরাপদে রয়েছেন। সমস্ত যাত্রীদের নিরাপদে বিমান থেকে বের করে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়। রাশিয়ার মস্কো থেকে গোয়ার উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই, বিমানে বোমা আছে বলে হুমকি ফোন আসে। তার পরেই তড়িঘড়ি জামনগর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে।

 

রাশিয়া থেকে উড়ান দিয়েছিল বিমানটি। গন্তব্য গোয়ার ডাবোলিম বিমানবন্দর। কিন্তু অবতরণের আগেই এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির কাছে আসে ফোন।তাতে বলা হয় বিমানে বোম আছে।

কোন ঝুঁকি না নিয়ে বিমানটিকে গুজরাতের জামনগরের বায়ুসেনা ঘাঁটিতে জরুরি অবতরণ করানো হয়। বেঁধে যায় হুলস্থুল কান্ড। এরপর বিমান টিকে আইসোলেশন করা হয়। একেবারে একপাশে দাঁড় করিয়ে দেওয়া হয়। রাত ৯.৪৯ মিনিটে বিমানটি যাত্রীদের নিয়ে জামনগরে নামে বিমানটি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেলেনি সন্দেহজনক কিছু, গুজরাতে জরুরি অবতরণ করা  গোয়াগামী রুশ বিমানকে “নিরাপদ” ঘোষণা

আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

 

 

আরও পড়ুন: বোমাতঙ্ক: ২৪৪ জন যাত্রী নিয়ে গোয়াগামী রুশ বিমান জরুরি অবতরণ করল গুজরাতে

 

আরও পড়ুন: ওড়ার পরই ভেঙে পড়ল রাশিয়ার বিমান, নিহত ১৬

পুবের  কলম ওয়েবডেস্ক: মস্কো-গোয়া বিমানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। বিমান, যাত্রীদের ব্যাগে চিরুনি  তল্লাশি চালানোর পরও কিছুই পাওয়া যায়নি। তাই বিমানটিকে “নিরাপদ” ঘোষণা করেছেন জামনগর বিমানবন্দরের ডিরেক্টর। জামনগরের কালেক্টর সৌরভ পারঘি জানিয়েছেন, এনসিজি, পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড  তল্লাশি অভিযান চালিয়েছে। যাত্রীদের হাত ব্যাগ, চেক-ইন ব্যাগেজ তল্লাশি চালানো হয়েছে। কিন্তু, সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বোমাতঙ্কের জেরে গুজরাতের জামনগর  বিমানবন্দরে অবতরণ করে মস্কো-গোয়া চাটার্ড বিমান। ওই বিমানে ২৩৬ জন যাত্রী ও ৮ জন ক্রু সব মিলিয়ে  ২৪৪ জন ছিলেন। সকলেই নিরাপদে রয়েছেন। সমস্ত যাত্রীদের নিরাপদে বিমান থেকে বের করে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়। রাশিয়ার মস্কো থেকে গোয়ার উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই, বিমানে বোমা আছে বলে হুমকি ফোন আসে। তার পরেই তড়িঘড়ি জামনগর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে।

 

রাশিয়া থেকে উড়ান দিয়েছিল বিমানটি। গন্তব্য গোয়ার ডাবোলিম বিমানবন্দর। কিন্তু অবতরণের আগেই এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির কাছে আসে ফোন।তাতে বলা হয় বিমানে বোম আছে।

কোন ঝুঁকি না নিয়ে বিমানটিকে গুজরাতের জামনগরের বায়ুসেনা ঘাঁটিতে জরুরি অবতরণ করানো হয়। বেঁধে যায় হুলস্থুল কান্ড। এরপর বিমান টিকে আইসোলেশন করা হয়। একেবারে একপাশে দাঁড় করিয়ে দেওয়া হয়। রাত ৯.৪৯ মিনিটে বিমানটি যাত্রীদের নিয়ে জামনগরে নামে বিমানটি।