২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘সবার ওপরে সংবিধান, রাজ্যপাল-মুখ্যমন্ত্রী তার ঊর্ধ্বে নয়’: সিভি আনন্দ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
  • / 39

পুবের কলম, ওয়েবডেস্ক: রিষড়ার ঘটনায় উত্তরবঙ্গ থেকে সফর কাটছাঁট আজই রাজ্যে আসেন রাজ্যপাল সিভি আনন্দ। বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের উদ্দেশে বলেন, পরিস্থিতি খতিয়ে দেখতেই রাজ্যে আসা। হিংসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এর পরেই ঘটনাস্থলে যান রাজ্যপাল। সেখানে গিয়ে স্থানীয় মানুষের কথা শোনেন তিনি। রাজ্যপাল সেখানে সকলের উদ্দেশে বলেন, জিও অউর জিনে দো’।

এর পরেই, এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যপাল সিভি আনন্দ বলেন, সংবিধান সবার উপরে। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী কেউ সংবিধানের উপরে নয়। আজ পরিস্থিতি খতিয়ে দেখতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। রাজ্যপাল এদিন বলেন, সমালোচকরাই আমার শিক্ষক। রাজ্যপাল হিসেবে রাজ্যবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব আমার। দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানো দরকার।

আরও পড়ুন: মোদির শাসনে সবচেয়ে বেশি সংবিধানের ওপরই আঘাত: খাড়গে

এদিন এই সাক্ষাৎকারের মধ্যে দিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: লাভ জিহাদ আইন সংবিধান বিরোধী, ব্যক্তিগত স্বাধীনতার উপর আক্রমণ: আবু আজমি

আরও পড়ুন: স্কুলে সংবিধানের প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক করল রাজস্থান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘সবার ওপরে সংবিধান, রাজ্যপাল-মুখ্যমন্ত্রী তার ঊর্ধ্বে নয়’: সিভি আনন্দ

আপডেট : ৪ এপ্রিল ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: রিষড়ার ঘটনায় উত্তরবঙ্গ থেকে সফর কাটছাঁট আজই রাজ্যে আসেন রাজ্যপাল সিভি আনন্দ। বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের উদ্দেশে বলেন, পরিস্থিতি খতিয়ে দেখতেই রাজ্যে আসা। হিংসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এর পরেই ঘটনাস্থলে যান রাজ্যপাল। সেখানে গিয়ে স্থানীয় মানুষের কথা শোনেন তিনি। রাজ্যপাল সেখানে সকলের উদ্দেশে বলেন, জিও অউর জিনে দো’।

এর পরেই, এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যপাল সিভি আনন্দ বলেন, সংবিধান সবার উপরে। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী কেউ সংবিধানের উপরে নয়। আজ পরিস্থিতি খতিয়ে দেখতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। রাজ্যপাল এদিন বলেন, সমালোচকরাই আমার শিক্ষক। রাজ্যপাল হিসেবে রাজ্যবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব আমার। দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানো দরকার।

আরও পড়ুন: মোদির শাসনে সবচেয়ে বেশি সংবিধানের ওপরই আঘাত: খাড়গে

এদিন এই সাক্ষাৎকারের মধ্যে দিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: লাভ জিহাদ আইন সংবিধান বিরোধী, ব্যক্তিগত স্বাধীনতার উপর আক্রমণ: আবু আজমি

আরও পড়ুন: স্কুলে সংবিধানের প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক করল রাজস্থান