১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কো-উইনের ধাঁচেই ইউ-উইন, প্রসূতি সহ শিশুদের টিকাকরণের খবর মিলবে অ্যাপে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ এপ্রিল ২০২৩, শনিবার
  • / 131

পুবের কলম, ওয়েবডেস্ক: কো-উইনের ধাঁচেই শুরু হতে চলেছে ইউ-উইন অ্যাপ। শিশুদের যাবতীয় টিকাকরণের খবর মিলবে এই অ্যাপের মাধ্যমে। করোনা ভ্যাকসিন সম্পর্কিত তথ্য জানার জন্য কো-উইন অ্যাপ চালু করেছিল কেন্দ্র সরকার। এবার শিশুদের জন্য চালু হল ইউ-উইন অ্যাপ। তবে এই অ্যাপটি শুধু কোভিড টিকার মধ্যে সীমাবদ্ধ নয়, শিশুদের জন্মের পর থেকে কবে, কী টিকা দিতে হবে, কী ভাবে টিকাগুলির বুকিং করা যাবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

ইউ-উইন অ্যাপটি আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। দেশের যেকোনও প্রান্ত থেকে এর সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ মাতৃত্বকালীন শিশু সুরক্ষা (এমসিপি) কার্ড হারিয়ে গেলে বা স্থান বদল করলেও শিশুর টিকাকরণে ছেদ পড়বে না।

আরও পড়ুন: হাবরায় চালু হল ‘বাংলার ভোটরক্ষা’ অ্যাপ

ইউ-উইন সম্পর্কে ইউনিসেফ-এর চিকিৎসক ডা. মঙ্গেশ গডহরি জানান, গত কয়েক দশক ধরেই স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্তৃপক্ষ শিশুদের নিয়মিত বুস্টার টিকা দেওয়ার ব্যাপারে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। শিশুদের কোন টিকা দেওয়া হয়েছে বা কোনটা দেওয়া হয়নি, সে ব্যাপারে মাতৃত্বকালীন শিশু সুরক্ষা কার্ড না দেখলে সমস্ত কিছু বোঝা যাচ্ছে না। এতে সমস্যায় পড়ছে স্বাস্থ্য পরিষেবা। এই ইউ-উইন অ্যাপ চালুর মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হবে বলেই মনে করা হচ্ছে। প্রত্যেকটি শিশুর প্রতিটি টিকার তথ্য সংরক্ষিত থাকবে ইউ-উইন অ্যাপে। শুধু তাই নয়, কো-উইন অ্যাপের মতো এখানেও শিশুদের টিকা দেওয়ার জন্য স্লট বুকিং করা যাবে এবং টিকাদানের নির্দিষ্ট দিনের আগে রিমাইন্ডার মেসেজে পৌঁছে যাবে অভিভাবকের কাছে। ফলে শিশুদের টিকাদানের প্রক্রিয়াটি অনেক সহজ হবে।

আরও পড়ুন: ১লা বৈশাখে চালু হচ্ছে রাজ্য সরকারের নিজস্ব অ্যাপ-ক্যাব পরিষেবা

পাইলট প্রোজেক্ট হিসাবে এই ইউ-উইন অ্যাপ চালু করেছে নরেন্দ্র মোদির সরকার। ইউনিসেফ ইন্ডিয়ায় স্বাস্থ্য আধিকারিক হিসাবে কর্মরত মঙ্গেশের দাবি, অ্যাপের লক্ষ্য, বার্ষিক ২.৬ কোটি সদ্যোজাত থেকে ২.৯ কোটি গর্ভবতী মহিলাকে টিকাকরণ করা।

আরও পড়ুন: এবার অ্যাপেই নজরদারি চলবে মাধ্যমিক পরীক্ষায়,  ১৫ ফ্রেব্রুয়ারি দেওয়া হবে অ্যাডমিট কার্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কো-উইনের ধাঁচেই ইউ-উইন, প্রসূতি সহ শিশুদের টিকাকরণের খবর মিলবে অ্যাপে

আপডেট : ৮ এপ্রিল ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কো-উইনের ধাঁচেই শুরু হতে চলেছে ইউ-উইন অ্যাপ। শিশুদের যাবতীয় টিকাকরণের খবর মিলবে এই অ্যাপের মাধ্যমে। করোনা ভ্যাকসিন সম্পর্কিত তথ্য জানার জন্য কো-উইন অ্যাপ চালু করেছিল কেন্দ্র সরকার। এবার শিশুদের জন্য চালু হল ইউ-উইন অ্যাপ। তবে এই অ্যাপটি শুধু কোভিড টিকার মধ্যে সীমাবদ্ধ নয়, শিশুদের জন্মের পর থেকে কবে, কী টিকা দিতে হবে, কী ভাবে টিকাগুলির বুকিং করা যাবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

ইউ-উইন অ্যাপটি আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। দেশের যেকোনও প্রান্ত থেকে এর সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ মাতৃত্বকালীন শিশু সুরক্ষা (এমসিপি) কার্ড হারিয়ে গেলে বা স্থান বদল করলেও শিশুর টিকাকরণে ছেদ পড়বে না।

আরও পড়ুন: হাবরায় চালু হল ‘বাংলার ভোটরক্ষা’ অ্যাপ

ইউ-উইন সম্পর্কে ইউনিসেফ-এর চিকিৎসক ডা. মঙ্গেশ গডহরি জানান, গত কয়েক দশক ধরেই স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্তৃপক্ষ শিশুদের নিয়মিত বুস্টার টিকা দেওয়ার ব্যাপারে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। শিশুদের কোন টিকা দেওয়া হয়েছে বা কোনটা দেওয়া হয়নি, সে ব্যাপারে মাতৃত্বকালীন শিশু সুরক্ষা কার্ড না দেখলে সমস্ত কিছু বোঝা যাচ্ছে না। এতে সমস্যায় পড়ছে স্বাস্থ্য পরিষেবা। এই ইউ-উইন অ্যাপ চালুর মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হবে বলেই মনে করা হচ্ছে। প্রত্যেকটি শিশুর প্রতিটি টিকার তথ্য সংরক্ষিত থাকবে ইউ-উইন অ্যাপে। শুধু তাই নয়, কো-উইন অ্যাপের মতো এখানেও শিশুদের টিকা দেওয়ার জন্য স্লট বুকিং করা যাবে এবং টিকাদানের নির্দিষ্ট দিনের আগে রিমাইন্ডার মেসেজে পৌঁছে যাবে অভিভাবকের কাছে। ফলে শিশুদের টিকাদানের প্রক্রিয়াটি অনেক সহজ হবে।

আরও পড়ুন: ১লা বৈশাখে চালু হচ্ছে রাজ্য সরকারের নিজস্ব অ্যাপ-ক্যাব পরিষেবা

পাইলট প্রোজেক্ট হিসাবে এই ইউ-উইন অ্যাপ চালু করেছে নরেন্দ্র মোদির সরকার। ইউনিসেফ ইন্ডিয়ায় স্বাস্থ্য আধিকারিক হিসাবে কর্মরত মঙ্গেশের দাবি, অ্যাপের লক্ষ্য, বার্ষিক ২.৬ কোটি সদ্যোজাত থেকে ২.৯ কোটি গর্ভবতী মহিলাকে টিকাকরণ করা।

আরও পড়ুন: এবার অ্যাপেই নজরদারি চলবে মাধ্যমিক পরীক্ষায়,  ১৫ ফ্রেব্রুয়ারি দেওয়া হবে অ্যাডমিট কার্ড