সংখ্যালঘু দফতরের রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তাজমুল হোসেন
ইমামা খাতুন
- আপডেট :
১২ এপ্রিল ২০২৩, বুধবার
- / 19
আবদুল ওদুদ: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা এডুকেশন দফতরের রাষ্ট্রমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করলেন মালদহের হরিশচন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। মঙ্গলবার নবান্নে এমএএমই ডিপার্টমেন্টে দায়িত্ব গ্রহণ করেন তিনি। কিছুদিন আগে সংখ্যালঘু দফতরের মন্ত্রী গোলাম রব্বানিকে অপসারিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রব্বানিকে সরিয়ে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক দফতর মুখ্যমন্ত্রী নিজেই দেখবেন বলে জানিয়েছিলেন।
সোমবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে নয়া দায়িত্বের কথা জানিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা দফতর দেখবেন বলে জানানো হয়। তাজমুল হোসেনকে রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যসরকারের নির্দেশিকা অনুযায়ী দায়িত্ব গ্রহণ করলেন তিনি। তাজমুল হোসেন ক্ষুদ্র কুটির শিল্প দফতরের পাশাপাশি সংখ্যালঘু বিষয়ক দফতরের কাজকর্ম দেখবেন।
নবান্নে সংখ্যালঘু বিষয়ক দফতরের অধীনে থাকা সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম, পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি, ওয়াকফ বোর্ড, উর্দু অ্যাকাডেমি, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, মাইনোরিটি কমিশনসহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নিয়ে এক বৈঠক করেন তাজমুল হোসেন।
বৈঠকে রাজ্য সংখ্যালঘু দফতরের প্রধান সচিব গুলাম আলি আনসারি, বিশেষ সচিব সাকিল আহমেদ, অতিরিক্ত সচিব ওবাইদুর রহমান, ওয়াকফ বোর্ডের সিইও আহসান আলি, হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মুহাম্মদ নকি, সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের এমডি মৃগাঙ্ক বিশ্বাস উপস্থিত ছিলেন।
সাকিল আহমেদ বলেন, মন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত বিভাগের আধিকারিকদের পরিচয় হয়। সংখ্যালঘু দফতরের কি কি স্কিম রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে খোঁজখবর নেন নতুন মন্ত্রী। আগামীদিনে সংখ্যালঘুদের উন্নয়নে মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে কি কি কাজ করা যায় সেই সমস্ত বিষযেরও খোঁজ নেন মন্ত্রী তাজমুল হোসেন। রাজ্যে সংখ্যালঘুদের উন্নয়নে ফান্ড কত, কোন কোন বিভাগে কত কাজ জমে রয়েছে, সেই বিষয়গুলিরও খোঁজ নেন মন্ত্রী।
অন্যদিকে,সংখ্যালঘু দফতর থেকে সরিয়ে ফুড প্রসেসিং এবং উদ্যান পালন দফতরের মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন গোলাম রব্বানি। সাগরদিঘির প্রয়াত বিধায়ক সুব্রত সাহার দফতরটি এখন থেকে দেখবেন গোলাম রব্বানি।