২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট, মুখোমুখি বৈঠকে বসবেন মোদি-বাইডেন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ এপ্রিল ২০২৩, শনিবার
  • / 21

ফাইল চিত্র

পুবের কলম, ওয়েবডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতে আসার পর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বাইডেনের বৈঠক হবে। সব কিছু ঠিক ঠাক থাকলে প্রেসিডেন্ট হওয়ার পরে এটাই হবে বাইডেনের প্রথম ভারত সফর। এর আগে ২০১৩ সালে একবার ভারত সফরে এসেছিলেন বাইডেন। তখন তিনি ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট।  বাইডেন প্রশাসনের মধ্য ও দক্ষিণ এশিয়ার পর্যবেক্ষক বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

এমনকি জি-২০ তে ভারতের নেতৃত্বে বিশ্বের আরও শক্তিশালী মঞ্চ হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেছেন ওই মার্কিন প্রেসিডেন্ট। ২০২৪ সালে ভারত- আমেরিকার সম্পর্কের জন্য ‘উল্লেখযোগ্য’ হতে চলেছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: দুদিনের কর্মসূচি নিয়ে ভারতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, সোমবার দিল্লি বিমানবন্দরে পৌঁছন তিনি

বাইডেনের ভারত সফরের বিষয়টি নিয়ে আমেরিকার অ্যাসিট্যান্ট সেক্রেটারি অব স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ডোনাল্ড লু সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, “এটা উল্লেখযোগ্য বছর হতে চলেছে। ভারত জি-২০ সম্মেলন আয়োজন করেছে। এ বছর আমেরিকা আয়োজন করছে APEC। জাপান আয়োজন করছে জি৭। আমাদের কোয়াড সদস্যরা বিভিন্ন ব্যাপারে নেতৃত্বের ভূমিকা নিচ্ছে। তা আমাদের আরও কাছাকাছি আসার সুযোগ তৈরি করে দিচ্ছে।” এর পরই বাইডেনের সফরের ব্যাপারে তিনি বলেছেন, এটা প্রেসিডেন্টের প্রথম ভারত সফর। জি-২০ সম্মেলনের অংশ হিসাবে ভারতে যাবেন বাইডেন। আগামী কয়েক মাসে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ’।

আরও পড়ুন: মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত রামাস্বামী

জি-২০ সম্মেলনের সফল আয়োজনের জন্য ভারতের প্রশংসাও করেছেন জো বাইডেন বলে জানিয়েছেন মার্কিন আধিকারিক।

আরও পড়ুন: সেপ্টেম্বরের মধ্যেই বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ করার নির্দেশ নবান্নের

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেপ্টেম্বরে ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট, মুখোমুখি বৈঠকে বসবেন মোদি-বাইডেন

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতে আসার পর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বাইডেনের বৈঠক হবে। সব কিছু ঠিক ঠাক থাকলে প্রেসিডেন্ট হওয়ার পরে এটাই হবে বাইডেনের প্রথম ভারত সফর। এর আগে ২০১৩ সালে একবার ভারত সফরে এসেছিলেন বাইডেন। তখন তিনি ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট।  বাইডেন প্রশাসনের মধ্য ও দক্ষিণ এশিয়ার পর্যবেক্ষক বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

এমনকি জি-২০ তে ভারতের নেতৃত্বে বিশ্বের আরও শক্তিশালী মঞ্চ হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেছেন ওই মার্কিন প্রেসিডেন্ট। ২০২৪ সালে ভারত- আমেরিকার সম্পর্কের জন্য ‘উল্লেখযোগ্য’ হতে চলেছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: দুদিনের কর্মসূচি নিয়ে ভারতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, সোমবার দিল্লি বিমানবন্দরে পৌঁছন তিনি

বাইডেনের ভারত সফরের বিষয়টি নিয়ে আমেরিকার অ্যাসিট্যান্ট সেক্রেটারি অব স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ডোনাল্ড লু সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, “এটা উল্লেখযোগ্য বছর হতে চলেছে। ভারত জি-২০ সম্মেলন আয়োজন করেছে। এ বছর আমেরিকা আয়োজন করছে APEC। জাপান আয়োজন করছে জি৭। আমাদের কোয়াড সদস্যরা বিভিন্ন ব্যাপারে নেতৃত্বের ভূমিকা নিচ্ছে। তা আমাদের আরও কাছাকাছি আসার সুযোগ তৈরি করে দিচ্ছে।” এর পরই বাইডেনের সফরের ব্যাপারে তিনি বলেছেন, এটা প্রেসিডেন্টের প্রথম ভারত সফর। জি-২০ সম্মেলনের অংশ হিসাবে ভারতে যাবেন বাইডেন। আগামী কয়েক মাসে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ’।

আরও পড়ুন: মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত রামাস্বামী

জি-২০ সম্মেলনের সফল আয়োজনের জন্য ভারতের প্রশংসাও করেছেন জো বাইডেন বলে জানিয়েছেন মার্কিন আধিকারিক।

আরও পড়ুন: সেপ্টেম্বরের মধ্যেই বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ করার নির্দেশ নবান্নের