১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলা, বিশ্ববিদ্যালয়ে ঢুকে এলোপাথাড়ি গুলি

প্রতীকি ছবি

পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলা। নরম্যানে ওকলাহামা বিশ্ববিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। এ যাত্রায় হামলাকারীদের হাত থেকে পড়ুয়ারা রক্ষা পেলেও গোটা ঘটনা ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। জায়গা ঘিরে রেখেছে পুলিশ।

জানা গেছে, হামলাকারী বিশ্ববিদ্যালয়ে চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। কলেজ কর্তৃপক্ষের তরফে আপাতত পড়ুয়াদের কলেজে আসতে বারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা হয়েছিল জরুরি অবস্থাও। কোনও হতা-হতের ঘটনা ঘটেনি। তবে বর্তমানে পড়ুয়াদের জীবনের কোনও ঝুঁকি নেই বলে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ছাড়াও উপস্থিত হয়েছে  সোয়াট বাহিনী। গোটা কলেজে তল্লাশি অভিযান চলছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, বাতিল ও বিলম্বিত হাজারো ফ্লাইট

শনিবার সকালে  মার্কিন বিশ্ববিদ্যালয়ে নরম্যান শহরে অবস্থিত ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকবাজ ঢুকে পড়ে। পড়ুয়াদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজ। গুলি থেকে বাঁচতে পড়ুয়া প্রাণভয়ে ক্যাম্পাসের  বিভিন্ন প্রান্তে পালিয়ে আশ্রয় নেন।

আরও পড়ুন: বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের, গর্বের সঙ্গে শয়তানি ঘোষণা ট্রাম্পের!

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফেও বন্দুকবাজের হামলা নিয়ে পড়ুয়াদের সতর্ক করা হয়। টুইট করে বলা হয়,  “ভ্যাল ভ্লিট ওভালে গুলি চলছে। দ্রুত ব্যবস্থা নিতে হবে। পালাও,  লুকিয়ে পড়ো বা লড়াই করো!”

আরও পড়ুন: মার্কিন সফরে যাচ্ছেন Rahul Gandhi, বক্তৃতা দেবেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ে

এর কিছুক্ষণ পর ফের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে টুইট করে জানানো হয়, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভালো করে তল্লাশি চালিয়ে দেখা গিয়েছে  কোনও ঝুঁকি নেই। যে সতর্কতা জারি করা হয়েছিল, তাও বাতিল করে দেওয়া হয়েছে।”

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলা কোনও নতুন ঘটনা নয়। গত বছর থেকে এখনও অবধি মোট ১২৯টি বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে, যেখানে চার বা তার বেশি সংখ্যক মানুষ আহত বা নিহত হয়েছেন।

 

 

সর্বধিক পাঠিত

শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা বার্তায় আমেরিকাকে সতর্ক করলেন খামেনি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলা, বিশ্ববিদ্যালয়ে ঢুকে এলোপাথাড়ি গুলি

আপডেট : ৮ এপ্রিল ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলা। নরম্যানে ওকলাহামা বিশ্ববিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। এ যাত্রায় হামলাকারীদের হাত থেকে পড়ুয়ারা রক্ষা পেলেও গোটা ঘটনা ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। জায়গা ঘিরে রেখেছে পুলিশ।

জানা গেছে, হামলাকারী বিশ্ববিদ্যালয়ে চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। কলেজ কর্তৃপক্ষের তরফে আপাতত পড়ুয়াদের কলেজে আসতে বারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা হয়েছিল জরুরি অবস্থাও। কোনও হতা-হতের ঘটনা ঘটেনি। তবে বর্তমানে পড়ুয়াদের জীবনের কোনও ঝুঁকি নেই বলে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ছাড়াও উপস্থিত হয়েছে  সোয়াট বাহিনী। গোটা কলেজে তল্লাশি অভিযান চলছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, বাতিল ও বিলম্বিত হাজারো ফ্লাইট

শনিবার সকালে  মার্কিন বিশ্ববিদ্যালয়ে নরম্যান শহরে অবস্থিত ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকবাজ ঢুকে পড়ে। পড়ুয়াদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজ। গুলি থেকে বাঁচতে পড়ুয়া প্রাণভয়ে ক্যাম্পাসের  বিভিন্ন প্রান্তে পালিয়ে আশ্রয় নেন।

আরও পড়ুন: বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের, গর্বের সঙ্গে শয়তানি ঘোষণা ট্রাম্পের!

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফেও বন্দুকবাজের হামলা নিয়ে পড়ুয়াদের সতর্ক করা হয়। টুইট করে বলা হয়,  “ভ্যাল ভ্লিট ওভালে গুলি চলছে। দ্রুত ব্যবস্থা নিতে হবে। পালাও,  লুকিয়ে পড়ো বা লড়াই করো!”

আরও পড়ুন: মার্কিন সফরে যাচ্ছেন Rahul Gandhi, বক্তৃতা দেবেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ে

এর কিছুক্ষণ পর ফের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে টুইট করে জানানো হয়, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভালো করে তল্লাশি চালিয়ে দেখা গিয়েছে  কোনও ঝুঁকি নেই। যে সতর্কতা জারি করা হয়েছিল, তাও বাতিল করে দেওয়া হয়েছে।”

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলা কোনও নতুন ঘটনা নয়। গত বছর থেকে এখনও অবধি মোট ১২৯টি বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে, যেখানে চার বা তার বেশি সংখ্যক মানুষ আহত বা নিহত হয়েছেন।