১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদের পতাকা সরিয়ে লাগানো হল ‘জয় শ্রী রাম’ লেখা পতাকা, গ্রেফতার তিন

সামিমা এহসানা
  • আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার
  • / 13

পুবের কলম ওয়েব ডেস্ক: রাম মন্দির উদ্বোধনের পর থেকে উত্তরপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে কট্টরবাদীরা। এধরণের ঘটনা সবথেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশে। মন্দির উদ্বোধনের পর পরই ৪০০ বছরের পুরনো মাজারের একটি অংশ ভেঙে দেয় উগ্রবাদীরা। এবার মসজিদের মাথায় উঠে সবুজ পতাকা খুলে সেখানে ‘জয় শ্রী রাম’ লেখা গেরুয়া পতাকা বেঁধে দেয় কয়েকজন উগ্রবাদী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার লালবাগ এলাকায়। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে রামচন্দ্র মিশন থানার পুলিশ। অঙ্কিত কাঠেরিয়া, রোহিত জোশী, রোহিত সাক্সেনাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরই সহযোগী পঙ্কজ সাক্সেনা আপাতত পলাতক। দূর্ভাগ্যজনকভাবে এই ঘটনায় জড়িতদের বয়স ২০ এর বেশি নয়। অনেকে বলছেন, বোঝাই যাচ্ছে, ২০২৪ এর লোকসভার মাটি প্রস্তুত করতে ব্রেইন ওয়াশ করা হচ্ছে তরুণদের। তা না হলে গেম খেলার বয়সে এমন ধরণের কাজ করার কথা নয় নতুন প্রজন্মের।

মসজিদের পতাকা সরানোর ঘটনার কথা পুলিশকে জানিয়ে মামলা দায়ের করেছেন ওই এলাকারই এক বাসিন্দা। তার নাম ফয়জুল্লাহ। জেল হেফাজতে নেওয়া হয়েছে তিন দুষ্কৃতিকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মসজিদের পতাকা সরিয়ে লাগানো হল ‘জয় শ্রী রাম’ লেখা পতাকা, গ্রেফতার তিন

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: রাম মন্দির উদ্বোধনের পর থেকে উত্তরপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে কট্টরবাদীরা। এধরণের ঘটনা সবথেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশে। মন্দির উদ্বোধনের পর পরই ৪০০ বছরের পুরনো মাজারের একটি অংশ ভেঙে দেয় উগ্রবাদীরা। এবার মসজিদের মাথায় উঠে সবুজ পতাকা খুলে সেখানে ‘জয় শ্রী রাম’ লেখা গেরুয়া পতাকা বেঁধে দেয় কয়েকজন উগ্রবাদী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার লালবাগ এলাকায়। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে রামচন্দ্র মিশন থানার পুলিশ। অঙ্কিত কাঠেরিয়া, রোহিত জোশী, রোহিত সাক্সেনাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরই সহযোগী পঙ্কজ সাক্সেনা আপাতত পলাতক। দূর্ভাগ্যজনকভাবে এই ঘটনায় জড়িতদের বয়স ২০ এর বেশি নয়। অনেকে বলছেন, বোঝাই যাচ্ছে, ২০২৪ এর লোকসভার মাটি প্রস্তুত করতে ব্রেইন ওয়াশ করা হচ্ছে তরুণদের। তা না হলে গেম খেলার বয়সে এমন ধরণের কাজ করার কথা নয় নতুন প্রজন্মের।

মসজিদের পতাকা সরানোর ঘটনার কথা পুলিশকে জানিয়ে মামলা দায়ের করেছেন ওই এলাকারই এক বাসিন্দা। তার নাম ফয়জুল্লাহ। জেল হেফাজতে নেওয়া হয়েছে তিন দুষ্কৃতিকে।