০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূলের জেলা সংগঠনে ফের রদবদল, বড় দায়িত্বে শংকর মালাকার

চামেলি দাস
  • আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
  • / 157

পুবের কলম ওয়েবডেস্ক: দলবদল করেই তৃণমূলে বড় পদ পেলেন হাত থেকে আসা নেতা শংকর মালাকার। তৃণমূলের জেলা সংগঠনে ফের রদবদল করা হয়েছে। বারাস সংগঠনিক জেলার চেয়ার পার্সন এবং সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। রাজ্য মাদার কমিটির নয়া সহ সভাপতি এবং সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়েছে।

তৃণমূলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বারাসত সাংগাঠনিক জেলার চেয়ার পার্সন হলেন সব্যসাচী দত্ত। জেলা সভাপতি রইলেন সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার। রাজ্য মাদার কমিটির নয়া সহ সভাপতির পদ পেলেন শংকর মালাকার। রাজ্য সাধারণ সম্পাদক হলেন ফুরফুরার পীরজাদা কাসেম সিদ্দিকি। সাংগঠনিক স্তরে এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

 

আরও পড়ুন: রথযাত্রার পরেই তড়িঘড়ি দিঘা থেকে কলকাতায় ফিরলেন মমতা

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূলের জেলা সংগঠনে ফের রদবদল, বড় দায়িত্বে শংকর মালাকার

আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: দলবদল করেই তৃণমূলে বড় পদ পেলেন হাত থেকে আসা নেতা শংকর মালাকার। তৃণমূলের জেলা সংগঠনে ফের রদবদল করা হয়েছে। বারাস সংগঠনিক জেলার চেয়ার পার্সন এবং সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। রাজ্য মাদার কমিটির নয়া সহ সভাপতি এবং সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়েছে।

তৃণমূলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বারাসত সাংগাঠনিক জেলার চেয়ার পার্সন হলেন সব্যসাচী দত্ত। জেলা সভাপতি রইলেন সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার। রাজ্য মাদার কমিটির নয়া সহ সভাপতির পদ পেলেন শংকর মালাকার। রাজ্য সাধারণ সম্পাদক হলেন ফুরফুরার পীরজাদা কাসেম সিদ্দিকি। সাংগঠনিক স্তরে এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

 

আরও পড়ুন: রথযাত্রার পরেই তড়িঘড়ি দিঘা থেকে কলকাতায় ফিরলেন মমতা