১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

সুস্মিতা
- আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার
- / 16
পুবের কলম ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার দেশ। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার ঘোষণার পর এ সিদ্ধান্ত ইসরাইলের ওপর চাপ বাড়াবে।
আলবানিজ বলেন, দ্বি-রাষ্ট্রীক সমাধান, গাজায় অস্ত্রবিরতি ও জিম্মি মুক্তির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। শর্ত হিসেবে ফিলিস্তিনে হামাসের সম্পৃক্ততা না থাকার বিষয়টি উল্লেখ করেন তিনি। নিউ জিল্যান্ডও সেপ্টেম্বরে এ সিদ্ধান্ত বিবেচনা করবে। আলবানিজ ইসরাইলের গাজা নিয়ন্ত্রণ পরিকল্পনা ও আন্তর্জাতিক আহ্বান উপেক্ষার তীব্র সমালোচনা করেন।