শাসনে ২১ জুলাই নিয়ে তৃণমূলের প্রস্তুতি মিটিং

- আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার
- / 33
পুবের কলম ওয়েবডেস্ক: আগামী ২১ জুলাই নিয়ে বারাসাতে ২ ব্লকে হয়ে গেল প্রস্তুতি মিটিং। বুধবার কেমিয়া খামারপাড়ার ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে এই মিটিং অনুষ্ঠিত হয়। যদিও এই মিটিংয়ে হাড়োয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম সহ তাঁর অনুগামীরা অনুপস্থিত থাকায় দলীয় অসন্তোষ তৈরি হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি প্রয়াত হয়েছেন বারাসাত দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভু ঘোষ। তারপর থেকেই অভিভাবকহীন হয়ে পড়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের বারাসাত দুই ব্লক। এই আবহে বারাসত ২ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বারাসাত দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবির সভাপতিত্বে ২১ জুলাই নিয়ে এই মিটিং হয়। মনোয়ারা বিবি বলেন এই ব্লক থেকে আমরা ২০০-এর অধিক গাড়ি নিয়ে ২১ জুলাই এর সভায় যোগ দেব। আমাদের মধ্যে কোনও গোষ্ঠীকোন্দল নেই। বারাসাত দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহেদি হাসান স্পষ্ট বার্তা দেন যারা এই ২১ জুলাইয়ের মিটিংয়ে অনুপস্থিত, মনে করতে হবে তারা তৃণমূল কংগ্রেসের শত্রু। দলবিরোধী কাজের জন্য তাঁদেরকে দলের কাছে কারণ জানাতে হবে বলে তিনি জানান।
বারাসাত দুই ব্লক যুব তৃণমূলের সভাপতি ইফতিকার উদ্দিন বলেন আমাদের দলের সভাপতি বর্তমানে না থাকলেও আমরা শাসন সহ গোটা বারাসাত দুই ব্লকের ৭টি পঞ্চায়েত এলাকায় সভা সমিতি ও প্রচার করব। ২১ জুলাইয়ের কথা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা মানুষের মধ্যে তুলে ধরব। বারাসাত দুই ব্লকের অন্যতম নেতৃত্ব তথা দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই বলেন দলীয় কোন্দলকে দূরে ঠেলে আমরা সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে তৃণমূলের সৈনিক হিসেবে কাজ করব। দলের ঊর্ধ্বতন নেতৃত্বের গাইড মেনে ২১ জুলাই হাজার হাজার লোক নিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দেব। দলনেত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক ব্যানার্জিরা যে বার্তা দেবেন, সেই বার্তা মাথায় নিয়ে মানুষের মাঝে তুলে ধরব।
এদিনের সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুর রউফ, কেমীয়া খামারপাড়া অঞ্চল তৃণমূলের সভাপতি মানস ঘোষ, কীর্তিপুর ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাহাবুদ্দিন আলি, জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন ও মমতা সরকার, শাহাজান বাদশা, হাজি মেজবাহউদ্দিন সাহাজি, সাকিব হাসান সহ ব্লক ও অঞ্চলের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।