০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অন্ধ্রপ্রদেশে মন্দিরের দেওয়ালে চাপা পড়ে মৃত্যু ৮, আহত একাধিক

চামেলি দাস
  • আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 79

পুবের কলম, ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে দেওয়ালে চাপা পড়ে মৃত্যু ৮ তীর্থযাত্রীর। ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের সিংহচলমে। শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে বার্ষিক চন্দনোৎসবম উৎসবে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন অসংখ্য মানুষ। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। ৮ জনের মৃত্যুর পাশাপাশি আর ৪ জন আহত হয়েছেন বলে খবর।

আরও পড়ুন: Burrabazar Fire: মৃতদের আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২ লক্ষ টাকা ঘোষণা

মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন তীর্থযাত্রীরা। রাত আড়াইটে নাগাদ মন্দিরের একটি দেওয়াল ভেঙে পড়ে তাঁদের উপর। আচমকা এই ঘটনায় কিছুই বুঝতে পারেন না তাঁরা। হুলুস্থুলু পড়ে যায় তীর্থযাত্রীদের মধ্যে। দেওয়ালে চাপা পড়া তীর্থযাত্রীদের উদ্ধারে নামেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান অন্ধ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গলাপুদি।

বঙ্গলাপুদি বলেন, ৩০০ টাকার বিশেষ টিকিট কেটেছিলেন তীর্যযাত্রীরা। বিশেষভাবে দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তীর্থযাত্রীরা। গতকাল রাত থেকে ওই অঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়েছিল। এরফলে মাটি ধসে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। মৃত ৮জন তীর্থযাত্রীদের মধ্যে তিন জন মহিলা। আহতদের উদ্ধার করে বিশাখাপত্তনমের হাসাপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে যান জেলাশাসক হরেন্ধীর প্রসাদ ও পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগউঈ-সহ অন্যান্য আধিকারিকরা।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অন্ধ্রপ্রদেশে মন্দিরের দেওয়ালে চাপা পড়ে মৃত্যু ৮, আহত একাধিক

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে দেওয়ালে চাপা পড়ে মৃত্যু ৮ তীর্থযাত্রীর। ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের সিংহচলমে। শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে বার্ষিক চন্দনোৎসবম উৎসবে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন অসংখ্য মানুষ। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। ৮ জনের মৃত্যুর পাশাপাশি আর ৪ জন আহত হয়েছেন বলে খবর।

আরও পড়ুন: Burrabazar Fire: মৃতদের আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২ লক্ষ টাকা ঘোষণা

মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন তীর্থযাত্রীরা। রাত আড়াইটে নাগাদ মন্দিরের একটি দেওয়াল ভেঙে পড়ে তাঁদের উপর। আচমকা এই ঘটনায় কিছুই বুঝতে পারেন না তাঁরা। হুলুস্থুলু পড়ে যায় তীর্থযাত্রীদের মধ্যে। দেওয়ালে চাপা পড়া তীর্থযাত্রীদের উদ্ধারে নামেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান অন্ধ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গলাপুদি।

বঙ্গলাপুদি বলেন, ৩০০ টাকার বিশেষ টিকিট কেটেছিলেন তীর্যযাত্রীরা। বিশেষভাবে দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তীর্থযাত্রীরা। গতকাল রাত থেকে ওই অঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়েছিল। এরফলে মাটি ধসে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। মৃত ৮জন তীর্থযাত্রীদের মধ্যে তিন জন মহিলা। আহতদের উদ্ধার করে বিশাখাপত্তনমের হাসাপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে যান জেলাশাসক হরেন্ধীর প্রসাদ ও পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগউঈ-সহ অন্যান্য আধিকারিকরা।