পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে একসঙ্গে করার কথা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এদিন তিনি বলেছেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে একসঙ্গে করবে ইসলামাবাদ ও তেহরান। পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেছে দুই দেশ।
শুক্রবার ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বিপক্ষীয় বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইরানের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী পাকিস্তান। ইরান ও পাকিস্তান উভয় দেশই এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও ইতিবাচক সহযোগিতা বজায় রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি বিশ্বজুড়ে সকল অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির জন্য শান্তিপূর্ণ সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়েছে দুই দেশ।
































