১০ ডিসেম্বর ২০২৫, বুধবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপ ভুল পথে এগোচ্ছে: ট্রাম্প

 

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে (সাবেক টুইটার) ১৪ কোটি ডলার জরিমানা করায় ইউরোপীয় ইউনিয়নকে কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইইউর প্রযুক্তি নিয়ন্ত্রকদের সিদ্ধান্তকে “জঘন্য” বলে আখ্যা দেন।

ইইউর ডিজিটাল রেগুলেটররা অনলাইন কনটেন্টবিষয়ক নিয়ম লঙ্ঘনের অভিযোগে গত শুক্রবার এক্সের বিরুদ্ধে এই আর্থিক জরিমানা আরোপ করে।

ঘটনার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ইউরোপ কিছুটা ভুল পথে এগোচ্ছে। এটি খুবই খারাপ, বিশেষ করে সেখানে বসবাসকারী মানুষের জন্য। আমরা চাই না ইউরোপ এতটা বদলে যাক।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “আমি বুঝতে পারছি না তারা কীভাবে এমন সিদ্ধান্ত নিল। ইউরোপকে আরও সতর্ক হতে হবে।”

ট্রাম্প জানান, তিনি সোমবার রাতেই জরিমানার পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখতে চান। তবে এ বিষয়ে ইলন মাস্ক তাঁর সঙ্গে যোগাযোগ করেননি বলেও মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউরোপ ভুল পথে এগোচ্ছে: ট্রাম্প

আপডেট : ৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার

 

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে (সাবেক টুইটার) ১৪ কোটি ডলার জরিমানা করায় ইউরোপীয় ইউনিয়নকে কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইইউর প্রযুক্তি নিয়ন্ত্রকদের সিদ্ধান্তকে “জঘন্য” বলে আখ্যা দেন।

ইইউর ডিজিটাল রেগুলেটররা অনলাইন কনটেন্টবিষয়ক নিয়ম লঙ্ঘনের অভিযোগে গত শুক্রবার এক্সের বিরুদ্ধে এই আর্থিক জরিমানা আরোপ করে।

ঘটনার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ইউরোপ কিছুটা ভুল পথে এগোচ্ছে। এটি খুবই খারাপ, বিশেষ করে সেখানে বসবাসকারী মানুষের জন্য। আমরা চাই না ইউরোপ এতটা বদলে যাক।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “আমি বুঝতে পারছি না তারা কীভাবে এমন সিদ্ধান্ত নিল। ইউরোপকে আরও সতর্ক হতে হবে।”

ট্রাম্প জানান, তিনি সোমবার রাতেই জরিমানার পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখতে চান। তবে এ বিষয়ে ইলন মাস্ক তাঁর সঙ্গে যোগাযোগ করেননি বলেও মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন।