আগামী মাসে ট্রাম্পের দেশে মোদি

- আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার
- / 35
পুবের কলম ওয়েবডেস্ক : আগামী মাসেই ফের মার্কিন মাটিতে পা রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অর্থাৎ মার্কিন সফরে যাবান তিনি। সূত্রের খবর, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন তিনি।
আগামী ২৩ সেপ্টেম্বর বৈঠকের দিন চূড়ান্ত করা হয়েছে। ওই সফরে বিশ্বের নানা দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে চলেছেন মোদি। সম্ভাব্য তালিকায় রয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। শুল্ক সংক্রান্ত যে রাজনৈতিক তরজা, সেই নিয়ে গত কয়েক মাসে ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন একেবারে চরমে উঠেছে।
ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশে নিয়ে যাওয়ার পর থেকে এই দুই সম্পর্কের অবনতি স্পষ্ট। এমন পরিস্থিতিতে মোদি-ট্রাম্পের বৈঠক হলে, আপাতত বাণিজ্যিক অচলাবস্থা কাটানোর দিকেই নজর থাকবে দুই দেশের কূটনৈতিক মহলের। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে এই বৈঠকের বিষয়ে কিছু প্রকশ করা হয়নি, তবে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
কারণ, ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট হিসবে ক্ষমতায় আসার পর, মোদি তাঁকে ‘ভারতের বন্ধু’ বলে আখ্যা করেছিলেন। কিন্তু দ্বিতীয় মেয়াদে এসে শুল্ক নীতি নিয়ে সম্পর্কের অবনতি অনেকটাই হয়েছে। আপাতত এখন এটাই দেখার, সেপ্টেম্বরের সফরে এই দুই নেতার কথোপকথন সেই দূরত্ব ঘোচাতে পারে কি না।