১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতার ট্রাম পরিষেবা সচল রাখার দাবিতে পথে নামছে ট্রাম প্রেমী সংগঠন

মারুফা খাতুন
  • আপডেট : ৩০ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 236

পুবের কলম প্রতিবেদক : কলকাতার একাধিক রুট থেকে গত কয়েক বছরে ধীরে ধীরে বন্ধ হয়ে গিয়েছে দেড় শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী দূষণহীণ নিরাপদ ট্রাম পরিষেবা। একদিকে কলকাতার বিভিন্ন রাস্তায় ক্রমশ গাড়ির সংখ্যা বৃদ্ধি আর অন্যদিকে যানজট এড়িয়ে শহরের রাস্তাগুলিকে গতিশীল রাখার জন্য ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর।

কলকাতার হেরিটেজ ট্রাম পরিষেবা বন্ধের বিরোধিতা করে বার বার প্রতিবাদে সরব হয়েছেন ট্রাম প্রেমীরা। এমনকি শহর থেকে ট্রাম তুলে দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে হাইকোর্টে মামলাও দায়ের হয়েছে। কলকাতার রাস্তায় ট্রাম পরিষেবা সচল রাখার দাবিতে এবার পথে নামার উদ্যোগ নিয়েছে ট্রাম প্রেমীদের সংগঠন কলকাতা ট্রাম ইউজারস অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, টানা তিন দিনের স্কুল ছুটি ঘোষণা

জানা গিয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের সদর দফতরের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন কলকাতা ট্রাম ইউজারস অ্যাসোসিয়েশনের প্রায় পাঁচ শতাধিক সদস্য। ট্রাম শুধু কলকাতার পরিবহন ব্যবস্থা নয়, বরং শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। সংগঠনের পক্ষ থেকে প্রসেঞ্জিত বসাক জানান ওই দিন দুপুর দুটোর সময় বিবাদী বাগ- জমায়েত হওয়ার পরেই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।‘আমাদের রাস্তাগুলো থেকে ট্রামগুলো নিয়ে যেও না’ এবং ‘ট্রাম বাঁচাও’ স্লোগান নিয়ে প্রতিবাদ করবেন সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন: জিমে ঢুকে শ্যুটআউটের ঘটনায় ধন্দে পুলিশ

কলকাতার রাস্তা থেকে ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বক্তব্য, এমনিতেই কলকাতার বিভিন্ন রাস্তায় যানজট বাড়ছে অতিরিক্ত গাড়ির জন্য। তার উপর ধীরগতির ট্রামচলাচলের ফলে ট্রাফিক জ্যামের সমস্যা বেড়েছে। তাই ট্রাম পরিষেবা বন্ধ করার ভাবনা নেওয়া হয়েছে। তবে কলকার ঐতিহ্য রক্ষার্থে এসপ্লানেড থেকে ময়দান পর্যন্ত একটি মাত্র রুটে হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে। যাঁরা কলকাতায় আসবেন তাঁরা চাপবেন। শুধুমাত্র হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রামের জয়রাইড চলবে পর্যটকদের জন্যে।

আরও পড়ুন: হাইকোর্টের বড় নির্দেশ: চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের আর মিলবে না ভাতা

উল্লেখ্য ২০১১ সালে কলকাতায় ৩৭টি ট্রাম রুট ছিল। কিন্তু কোভিড অতিমারির পর কলকাতার মাত্র ২টি রুটে ট্রাম চলাচল করে। বর্তমানে শ‌্যামবাজার-ধর্মতলা এবং গড়িয়াহাট-এসপ্ল‌্যানেড রুটে যাত্রী নিয়ে ট্রাম ছুটেছে ঘন্টি বাজিয়েই। কিন্তু, কলকাতার ঐতিহ্যবাহী রুট দুটিও কি তবে চিরতরে বন্ধ হয়ে যাবে? কলকাতার পরিবেশ সংরক্ষণ ও দেড়শো বছরের হেরিটেজ রক্ষার জন্য ট্রাম সংস্কারের দাবি জানিয়েছে পরিবহন প্রেমীরা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতার ট্রাম পরিষেবা সচল রাখার দাবিতে পথে নামছে ট্রাম প্রেমী সংগঠন

আপডেট : ৩০ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম প্রতিবেদক : কলকাতার একাধিক রুট থেকে গত কয়েক বছরে ধীরে ধীরে বন্ধ হয়ে গিয়েছে দেড় শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী দূষণহীণ নিরাপদ ট্রাম পরিষেবা। একদিকে কলকাতার বিভিন্ন রাস্তায় ক্রমশ গাড়ির সংখ্যা বৃদ্ধি আর অন্যদিকে যানজট এড়িয়ে শহরের রাস্তাগুলিকে গতিশীল রাখার জন্য ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর।

কলকাতার হেরিটেজ ট্রাম পরিষেবা বন্ধের বিরোধিতা করে বার বার প্রতিবাদে সরব হয়েছেন ট্রাম প্রেমীরা। এমনকি শহর থেকে ট্রাম তুলে দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে হাইকোর্টে মামলাও দায়ের হয়েছে। কলকাতার রাস্তায় ট্রাম পরিষেবা সচল রাখার দাবিতে এবার পথে নামার উদ্যোগ নিয়েছে ট্রাম প্রেমীদের সংগঠন কলকাতা ট্রাম ইউজারস অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, টানা তিন দিনের স্কুল ছুটি ঘোষণা

জানা গিয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের সদর দফতরের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন কলকাতা ট্রাম ইউজারস অ্যাসোসিয়েশনের প্রায় পাঁচ শতাধিক সদস্য। ট্রাম শুধু কলকাতার পরিবহন ব্যবস্থা নয়, বরং শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। সংগঠনের পক্ষ থেকে প্রসেঞ্জিত বসাক জানান ওই দিন দুপুর দুটোর সময় বিবাদী বাগ- জমায়েত হওয়ার পরেই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।‘আমাদের রাস্তাগুলো থেকে ট্রামগুলো নিয়ে যেও না’ এবং ‘ট্রাম বাঁচাও’ স্লোগান নিয়ে প্রতিবাদ করবেন সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন: জিমে ঢুকে শ্যুটআউটের ঘটনায় ধন্দে পুলিশ

কলকাতার রাস্তা থেকে ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বক্তব্য, এমনিতেই কলকাতার বিভিন্ন রাস্তায় যানজট বাড়ছে অতিরিক্ত গাড়ির জন্য। তার উপর ধীরগতির ট্রামচলাচলের ফলে ট্রাফিক জ্যামের সমস্যা বেড়েছে। তাই ট্রাম পরিষেবা বন্ধ করার ভাবনা নেওয়া হয়েছে। তবে কলকার ঐতিহ্য রক্ষার্থে এসপ্লানেড থেকে ময়দান পর্যন্ত একটি মাত্র রুটে হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে। যাঁরা কলকাতায় আসবেন তাঁরা চাপবেন। শুধুমাত্র হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রামের জয়রাইড চলবে পর্যটকদের জন্যে।

আরও পড়ুন: হাইকোর্টের বড় নির্দেশ: চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের আর মিলবে না ভাতা

উল্লেখ্য ২০১১ সালে কলকাতায় ৩৭টি ট্রাম রুট ছিল। কিন্তু কোভিড অতিমারির পর কলকাতার মাত্র ২টি রুটে ট্রাম চলাচল করে। বর্তমানে শ‌্যামবাজার-ধর্মতলা এবং গড়িয়াহাট-এসপ্ল‌্যানেড রুটে যাত্রী নিয়ে ট্রাম ছুটেছে ঘন্টি বাজিয়েই। কিন্তু, কলকাতার ঐতিহ্যবাহী রুট দুটিও কি তবে চিরতরে বন্ধ হয়ে যাবে? কলকাতার পরিবেশ সংরক্ষণ ও দেড়শো বছরের হেরিটেজ রক্ষার জন্য ট্রাম সংস্কারের দাবি জানিয়েছে পরিবহন প্রেমীরা।