পুবের কলম, ওয়েবডেস্ক: ফের যোগী রাজ্যে গণধর্ষণের শিকার কিশোরী। সামাজিক মাধ্যমে এক যুবকের সঙ্গে বন্ধুত্ব হওয়া থেকে পরিচয়। তারপর ওই যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে গণধর্ষণের হয়েছে শিকার হয় সপ্তম শ্রেণির ওই ছাত্রী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার তদন্তে নেমে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গণধর্ষণের অভিযোগে ৩ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, সামাজিক মাধ্যমে এক যুবকের সঙ্গে বন্ধুত্ব হয় কিশোরীর। বেশ কিছুদিন থেকে কথা বলার পর কিশোরী সঙ্গে দেখা করার কথা বলে যুবক। তারপর গত রবিবার (২ নভেম্বর) বিমল যাদব নামে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল সে। অভিযোগ, বিমলের সঙ্গে ছিল পীযূষ মিশ্র ও শুভম শুক্লা নামে আরও দুই বন্ধু। তারা সকলে ওই কিশোরীকে একটি এসইউভি গাড়ি করে তুলে নিয়ে যায়। নাবালিকা কিশোরীর মা’য়ের দাবি, মেয়ে তারা বলেছিল গাড়িতে চেপে আনন্দ করতে করতে ঘুরবে সবাই। এরপর অভিযুক্তরা তার নাবালিকা মেয়েকে একটি হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
মেয়ের মুখ থেকে গোটা ঘটনা শোনার পর উত্তরপ্রদেশের সরোজিনী নগর থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। পুলিশের এক কর্তা জানিয়েছেন, একটি হোটেলে নাবালিকাকে নিয়ে গিয়ে সেখানে দু’দিন ধরে তিনজনই ধর্ষণ করে। ঘটনার ভিডিয়ো রেকর্ড করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। পরে নির্যাতিতাকে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ইতিমধ্যেই পীযূষ ও শুভমকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক।




























