বিশ্ব পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা, ১৯৩৯ সালের সঙ্গে তুলনা মার্কিন যুদ্ধমন্ত্রীর
- আপডেট : ৯ নভেম্বর ২০২৫, রবিবার
- / 70
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষিতে বর্তমান সময়কে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগের ১৯৩৯ সালের পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন মার্কিন যুদ্ধমন্ত্রী লয়েড অস্টিন। শুক্রবার (৭ নভেম্বর) ওয়াশিংটনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “এটি ১৯৩৯ সালের মতো এক মুহূর্ত, বা আশা করি, ১৯৮১ সালের মতো। এক ক্রমবর্ধমান জরুরিতার সময়। শত্রুরা সংগঠিত হচ্ছে, হুমকি বাড়ছে। আপনি তা অনুভব করছেন, আমিও করছি।”
অস্টিনের এই মন্তব্যে তিনি ইঙ্গিত দেন, বিশ্বজুড়ে সংঘাতের আবহ আরও তীব্র হচ্ছে। ১৯৮১ সালের প্রসঙ্গ টেনে তিনি স্মরণ করান, তখন পোল্যান্ডে সলিডারিটি ইউনিয়নের ধর্মঘট ও সামরিক আইন জারির পর যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল।
তিনি আরও বলেন, “যদি আমরা যুদ্ধ ঠেকাতে চাই, তাহলে এখনই প্রস্তুতি নিতে হবে।”
যদিও তিনি স্পষ্টভাবে কোনো দেশের নাম উল্লেখ করেননি, অস্টিনের বক্তব্যে বোঝা যায়, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীরা নীরব নেই, বরং সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে।



























