৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা জারি
- আপডেট : ১০ নভেম্বর ২০২৫, সোমবার
- / 70
জাপানে আবারও ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি। রবিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির উত্তর-পূর্বাঞ্চল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইওয়াতে প্রশাসনিক অঞ্চলের উপকূলীয় এলাকায়, যেখানে পরপর ৫.৩ থেকে ৬.৩ মাত্রার আফটারশকও অনুভূত হয়।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের পর উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ছোট ছোট সুনামির ঢেউ দেখা গেছে। এ কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) ভূমিকম্পটির মাত্রা ৬.৮ বলে জানিয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে একই এলাকায় ৯.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন। ভূমিকম্পপ্রবণ জাপান প্রতি বছর প্রায় ১,৫০০টি ভূমিকম্পের মুখোমুখি হয়, কারণ দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত।




























