পুবের কলম, ওয়েবডেস্ক: মহম্মদ আখলাক হত্যাকাণ্ড মামলা প্রত্যাহার করার পথে হাঁটল যোগী সরকার। আখলাক খুনে অভিযুক্ত ১০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছু হটল সরকার। প্রসঙ্গত, ২০১৫ সালে দাদরিতে গোরক্ষক দলের গণপিটুনিতে মৃত্যু হয়েছিল আখলাকের। প্রায় এক দশক পর এই মামলায় অভিযুক্ত ১০ জনের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ এবার প্রত্যাহার করার পথে হাঁটল যোগী সরকার।
সম্প্রতি আদালতে সরকারের তরফে একটি আবেদন জানানো হয়েছে, ফৌজদারি কার্যবিধির ৩২১ ধারায় মামলাটি প্রত্যাহার করতে চায় রাজ্য। উত্তরপ্রদেশের রাজ্যপাল লিখিত অনুমোদন দিয়েছে মামলাটি প্রত্যাহার করার জন্য।





























