১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধায়- স্মরণে সৌমিত্র চট্টোপাধ্যায়

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ নভেম্বর ২০২১, সোমবার
  • / 32

পুবের কলম ওয়েবডেস্কঃ মৃত্যুর সঙ্গে আক্ষরিক অর্থেই খেলেছিলেন তিনপাত্তি। লড়াই টা যে ” ক্ষিদ্দার” রক্তে। তবুও হয়নি শেষ রক্ষা,২০২০ সালের ১৫ নভেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ তাঁর প্রথম প্রয়াণ বার্ষিকী।

গত বছর ৫ অক্টোবর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে সৌমিত্রের। পরের দিন বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। কোভিড-মুক্ত হন তিনি। শারীরিক অবস্থার খানিক উন্নতির কথাও জানানো হয় হাসপাতালের তরফে। ৪০ দিন লড়াইও চালান বেলভিউ হাসপাতালে।

তবে শেষ পর্যন্ত বাধ সাধে কো-মর্বিডিটি ফ্যাক্টর। একের পর এক অঙ্গ নিষ্ক্রিয় হতে থাকে। কোভিড-এনসেফ্যালোপ্যাথিই এর কারণ বলে জানান চিকিৎসকেরা। একটু একটু করে অবস্থার অবনতি হতে থাকে রোজই। শেষ রক্ষা করা আর সম্ভব হয়নি। ১৫ নভেম্বর প্রয়াত হন বাংলা চলচ্চিত্রের সর্বকালের সেরা এই অভিনেতা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রথম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধায়- স্মরণে সৌমিত্র চট্টোপাধ্যায়

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মৃত্যুর সঙ্গে আক্ষরিক অর্থেই খেলেছিলেন তিনপাত্তি। লড়াই টা যে ” ক্ষিদ্দার” রক্তে। তবুও হয়নি শেষ রক্ষা,২০২০ সালের ১৫ নভেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ তাঁর প্রথম প্রয়াণ বার্ষিকী।

গত বছর ৫ অক্টোবর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে সৌমিত্রের। পরের দিন বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। কোভিড-মুক্ত হন তিনি। শারীরিক অবস্থার খানিক উন্নতির কথাও জানানো হয় হাসপাতালের তরফে। ৪০ দিন লড়াইও চালান বেলভিউ হাসপাতালে।

তবে শেষ পর্যন্ত বাধ সাধে কো-মর্বিডিটি ফ্যাক্টর। একের পর এক অঙ্গ নিষ্ক্রিয় হতে থাকে। কোভিড-এনসেফ্যালোপ্যাথিই এর কারণ বলে জানান চিকিৎসকেরা। একটু একটু করে অবস্থার অবনতি হতে থাকে রোজই। শেষ রক্ষা করা আর সম্ভব হয়নি। ১৫ নভেম্বর প্রয়াত হন বাংলা চলচ্চিত্রের সর্বকালের সেরা এই অভিনেতা।