দিল্লি বিস্ফোরণের তদন্তের সূত্র ধরে আটক আরও এক চিকিৎসক
- আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, রবিবার
- / 230
পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি বিস্ফোরণের তদন্তের সূত্র ধরেই আরও এক চিকিৎসককে আটক করল তদন্তকারীরা। হরিয়ানার রোহতকের বাসিন্দা চিকিৎসক প্রিয়াঙ্কা শর্মাকে আটক করেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। পুলিশ সূত্রে খবর, হরিয়ানার ওই তরুণী চিকিৎসক দক্ষিণ কাশ্মীরের একটি সরকারি মেডিক্যাল কলেজে কর্মরত ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন তদন্তকারীরা। দিল্লির বিস্ফোরণের ঘটনার তদন্তের সূত্র ধরেই গোয়েন্দাদের আতশকাচের নীচে আসে হরিয়ানার রোহতকের বাসিন্দা চিকিৎসক প্রিয়াঙ্কা শর্মা। জম্মু-কাশ্মীর পুলিশ অন্ততনাগের মালাকনাগ এলাকায় এই চিকিৎসকের ভাড়া বাড়িতে তল্লাশি চালানো হয়। এর পরে তাঁকে আটক করা হয়। জানা গিয়েছে, তিনি অন্ততনাগের জিএমসি-তে কর্মরত। তাঁর ভাড়া বাড়ি থেকে একটি মোবাইল ফোন এবং সিম উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই গাড়িগুলিতে আগুন লেগে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। বিস্ফোরণের পরই গোটা এলাকায় হলস্থূল পড়ে য়ায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং একাধিক অ্যাম্বুল্যান্স। কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। নাশকতার দিকটি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।



















































