১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ানড়ে প্রিয়াঙ্কার জয় অবৈধ! কংগ্রেস নেত্রীকে সমন কেরল হাইকোর্টের

পুবের কলম ওয়েবডেস্ক: ওয়ানড় থেকে জয়ী হন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সিপিআই প্রার্থী সত্যন মকেরিকে হারান। প্রায় ৪ লক্ষ ১০ হাজার ৯৩১ ভোটে হারিয়ে দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা। এবার উপনির্বাচনের সেই জয় নিয়ে উঠল প্রশ্ন। তাঁর বিরুদ্ধে কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা নব্য হরিদাস। তিনিও উপনির্বাচনে একজন প্রার্থী ছিলেন। ভোটের আগে প্রিয়াঙ্কা সম্পত্তির ঘোষণার সময় তথ্য গোপন করেছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর সেই জয়কে অবৈধ ঘোষণা করার  আর্জি হরিদাসের। আর এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কাকে সমন পাঠাল উচ্চ আদালত।

চব্বিশের লোকসভা ভোটে রাহুল গান্ধী রায়বরেলি ও ওয়ানড়– দু’টি আসন থেকেই ভোটে দাঁড়ান। দুই আসনেই বিশাল ব্যবধানে জয় পান রাহুল। রায়বরেলি রেখে ওয়ানড় ছাড়ার সিদ্ধান্ত নেন রাহুল। আর দাদা রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হন প্রিয়াঙ্কা। ওই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দেয় কংগ্রেসেরই ইন্ডিয়া-র সঙ্গী সিপিআই। প্রিয়াঙ্কার মূল লড়াই ছিল বামপন্থী দলটির সঙ্গেই। শেষপর্যন্ত বিপুল ভোটে জিতে যান তিনি।

আরও পড়ুন: কেন্দ্রের ফিলিস্তিন নীতির নিন্দায় মুখর Priyanka Gandhi

কেরল হাইকোর্টে বিচারপতি কে বাবুর এজলাসে চলছে মামলা। বিজেপি নেতা হরিদাসের দাবি,  ভোটে মনোনয়ন জমা দেওয়ার সময় প্রিয়াঙ্কা সম্পত্তির তথ্য গোপন করেছেন। স্বামী রবার্ট বঢরার অস্থাবর সম্পত্তি ও বেশ কিছু বিনিয়োগের কথা জানাননি। তাই ওয়ানড়ের উপনির্বাচনকে ‘বাতিল’ করতে হবে। বিজেপি নেতার অভিযোগ,  সম্পত্তির সম্পূর্ণ ঘোষণা না করে প্রিয়াঙ্কা ওই কেন্দ্রের ভোটারদের উপর অযাচিত প্রভাব বিস্তার করেছিলেন। কংগ্রেস পুরো বিষয়টিকেই ‘সস্তার রাজনীতি’ বলে কটাক্ষ করেছে। আগামী আগস্টে ওই মামলার শুনানি।

আরও পড়ুন: ভোটার অধিকারের লড়াইয়ে জনজোয়ার, প্রিয়াঙ্কা গান্ধীর যোগদানে উচ্ছ্বসিত কংগ্রেস শিবির

 

আরও পড়ুন: হাসপাতাল থেকে ফিরে ইউপিতে খোলা জিপে ভাইয়ের সঙ্গে প্রিয়াঙ্কা

ট্যাগ :
সর্বধিক পাঠিত

জুনিয়র মিস ইন্ডিয়ায় বাঙালি কিশোরীর মাথায় মুকুট, চ্যাম্পিয়ন মালদহের প্রিন্সিপ্রিয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়ানড়ে প্রিয়াঙ্কার জয় অবৈধ! কংগ্রেস নেত্রীকে সমন কেরল হাইকোর্টের

আপডেট : ১১ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: ওয়ানড় থেকে জয়ী হন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সিপিআই প্রার্থী সত্যন মকেরিকে হারান। প্রায় ৪ লক্ষ ১০ হাজার ৯৩১ ভোটে হারিয়ে দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা। এবার উপনির্বাচনের সেই জয় নিয়ে উঠল প্রশ্ন। তাঁর বিরুদ্ধে কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা নব্য হরিদাস। তিনিও উপনির্বাচনে একজন প্রার্থী ছিলেন। ভোটের আগে প্রিয়াঙ্কা সম্পত্তির ঘোষণার সময় তথ্য গোপন করেছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর সেই জয়কে অবৈধ ঘোষণা করার  আর্জি হরিদাসের। আর এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কাকে সমন পাঠাল উচ্চ আদালত।

চব্বিশের লোকসভা ভোটে রাহুল গান্ধী রায়বরেলি ও ওয়ানড়– দু’টি আসন থেকেই ভোটে দাঁড়ান। দুই আসনেই বিশাল ব্যবধানে জয় পান রাহুল। রায়বরেলি রেখে ওয়ানড় ছাড়ার সিদ্ধান্ত নেন রাহুল। আর দাদা রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হন প্রিয়াঙ্কা। ওই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দেয় কংগ্রেসেরই ইন্ডিয়া-র সঙ্গী সিপিআই। প্রিয়াঙ্কার মূল লড়াই ছিল বামপন্থী দলটির সঙ্গেই। শেষপর্যন্ত বিপুল ভোটে জিতে যান তিনি।

আরও পড়ুন: কেন্দ্রের ফিলিস্তিন নীতির নিন্দায় মুখর Priyanka Gandhi

কেরল হাইকোর্টে বিচারপতি কে বাবুর এজলাসে চলছে মামলা। বিজেপি নেতা হরিদাসের দাবি,  ভোটে মনোনয়ন জমা দেওয়ার সময় প্রিয়াঙ্কা সম্পত্তির তথ্য গোপন করেছেন। স্বামী রবার্ট বঢরার অস্থাবর সম্পত্তি ও বেশ কিছু বিনিয়োগের কথা জানাননি। তাই ওয়ানড়ের উপনির্বাচনকে ‘বাতিল’ করতে হবে। বিজেপি নেতার অভিযোগ,  সম্পত্তির সম্পূর্ণ ঘোষণা না করে প্রিয়াঙ্কা ওই কেন্দ্রের ভোটারদের উপর অযাচিত প্রভাব বিস্তার করেছিলেন। কংগ্রেস পুরো বিষয়টিকেই ‘সস্তার রাজনীতি’ বলে কটাক্ষ করেছে। আগামী আগস্টে ওই মামলার শুনানি।

আরও পড়ুন: ভোটার অধিকারের লড়াইয়ে জনজোয়ার, প্রিয়াঙ্কা গান্ধীর যোগদানে উচ্ছ্বসিত কংগ্রেস শিবির

 

আরও পড়ুন: হাসপাতাল থেকে ফিরে ইউপিতে খোলা জিপে ভাইয়ের সঙ্গে প্রিয়াঙ্কা