ইরানে পারমাণবিক কেন্দ্রে হামলার তীব্র নিন্দা ব্রিক্স সম্মেলনে, নরেন্দ্র মোদির উপস্থিতিতেই প্রকাশ যৌথ বিবৃতি
- আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার
- / 142
পুবের কলম ওয়েবডেস্ক: ইরানে ইসরাইল ও আমেরিকার সামরিক অভিযানের পরে তীব্র প্রতিক্রিয়া জানাল আন্তর্জাতিক জোট ‘ব্রিক্স’। রবিবার ব্রাজিলের রিও ডি জেনেইরোতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার কিছু সময় পরেই এই গুরুত্বপূর্ণ যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, “ইরানের শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক নজরদারিতে থাকা পরমাণু কেন্দ্রে হামলা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রপুঞ্জ সনদের লঙ্ঘন। এ ধরনের অসামরিক কেন্দ্রে ইচ্ছাকৃত হামলা গভীর উদ্বেগের বিষয়।” পাশাপাশি পশ্চিম এশিয়ায় এ হামলার ফলে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ব্রিক্স সদস্য দেশগুলো।
যদিও বিবৃতিতে সরাসরি আমেরিকা বা ইসরাইলের নাম নেওয়া হয়নি, তবে সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে ১২ জুন থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযানের কথা—যা ইসরাইল এবং পরে যুক্তরাষ্ট্র চালিয়েছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
উল্লেখ্য, এই সম্মেলনেই অংশ নিচ্ছে নতুন সদস্য রাষ্ট্র ইরান, যারা গত বছরই ব্রিকসে যোগ দিয়েছে। এই প্রথম তারা কোনও ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই যৌথ বিবৃতি ইরানের সঙ্গে নতুন কূটনৈতিক মিত্রতা গঠনের স্পষ্ট ইঙ্গিত বহন করছে।জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই ইস্যুতে আলোচনা চেয়েছে ব্রিক্স।






























