১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য পুজো কমিটি

মারুফা খাতুন
  • আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 190

পুবের কলম ওয়েবডেস্ক : দুর্গাপুজোর জন্য গত বছরের অনুদানের হিসেব দেয়নি যে সব পুজো কমিটি, সেই কমিটিগুলোকে এই বছরও অনুদান দেওয়া হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। আগের নির্দেশ অনুযায়ী পুজো কমিটিগুলিকে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছিল।

অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন, ৫০০ কমিটিকে অনুদান দেওয়া হয়েছে। এরমধ্যে ৩৬টি  কমিটি এখনও পর্যন্ত হিসেব দেয়নি। এই নিয়ে সৌরভ দত্ত নামে এক ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন, সরকারি অর্থ যথাযথ খাতে ব্যবহার না হয়ে পুজো কমিটিগুলিকে বিলিয়ে দেওয়া হচ্ছে রীতিমত।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সব হস্টেল বন্ধ রাখতে হবে: calcutta high court

সৌরভের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও শামিম আহমেদ এই প্রসঙ্গে যুক্তি দেন,  জনগণের টাকাকে অপচয় করা হচ্ছে।এই নিয়ে রাজ্য জানিয়েছে, সরকারি অর্থ জনগণের স্বার্থেই ব্যয় করা হয়।

আরও পড়ুন: পুজো কমিটিগুলোকে এবার ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান

উদাহরণ হিসেবে রাজ্য জানিয়েছে, সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের মাধ্যমে সচেতনতা বাড়ানো ও কোভিডের সময় প্রয়োজনীয় খরচ। হাই কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, অনুদানের খাতে খরচ হওয়া সমস্ত টাকার হিসাব জমা দিতে হবে।

আরও পড়ুন: BREAKING: নেতাজি ইন্ডোরে মমতা, শুরু পুজো কমিটিদের নিয়ে বৈঠক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য পুজো কমিটি

আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : দুর্গাপুজোর জন্য গত বছরের অনুদানের হিসেব দেয়নি যে সব পুজো কমিটি, সেই কমিটিগুলোকে এই বছরও অনুদান দেওয়া হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। আগের নির্দেশ অনুযায়ী পুজো কমিটিগুলিকে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছিল।

অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন, ৫০০ কমিটিকে অনুদান দেওয়া হয়েছে। এরমধ্যে ৩৬টি  কমিটি এখনও পর্যন্ত হিসেব দেয়নি। এই নিয়ে সৌরভ দত্ত নামে এক ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন, সরকারি অর্থ যথাযথ খাতে ব্যবহার না হয়ে পুজো কমিটিগুলিকে বিলিয়ে দেওয়া হচ্ছে রীতিমত।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সব হস্টেল বন্ধ রাখতে হবে: calcutta high court

সৌরভের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও শামিম আহমেদ এই প্রসঙ্গে যুক্তি দেন,  জনগণের টাকাকে অপচয় করা হচ্ছে।এই নিয়ে রাজ্য জানিয়েছে, সরকারি অর্থ জনগণের স্বার্থেই ব্যয় করা হয়।

আরও পড়ুন: পুজো কমিটিগুলোকে এবার ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান

উদাহরণ হিসেবে রাজ্য জানিয়েছে, সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের মাধ্যমে সচেতনতা বাড়ানো ও কোভিডের সময় প্রয়োজনীয় খরচ। হাই কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, অনুদানের খাতে খরচ হওয়া সমস্ত টাকার হিসাব জমা দিতে হবে।

আরও পড়ুন: BREAKING: নেতাজি ইন্ডোরে মমতা, শুরু পুজো কমিটিদের নিয়ে বৈঠক