০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রীদের স্বস্তি দিয়ে বাড়ল দক্ষিণ-পূর্ব শাখায় লোকাল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ নভেম্বর ২০২১, শুক্রবার
  • / 60

পুবের কলম প্রতিবেদকঃ কোভিড পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। ফলে আগামী ১৬ তারিখ থেকে রাজ্যের স্কুল খোলার সিদ্ধান্ত সীলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই মেট্রোয় যাত্রী চাপ বাড়ার আশঙ্কায় আগামী সোমবার থেকে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। আর তারপরে পরেই লোকাল ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল। আগামী সোমবার থেকে আরও ৪২ টি লোকাল ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল। দক্ষিণ-পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

পুনরায় লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়ার পর দক্ষিণ পূর্ব শাখায় ১০৪ টি লোকাল ট্রেন চলছিল। কিন্তু স্কুল খুলে গেলে স্বাভাবিকভাবে যাত্রীদের চাপ আরো বাড়বে বলে আশঙ্কা রেলের। সেই কারণে আরো বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল। এই সংখ্যা বেড়ে আগামী সোমবার থেকে দক্ষিণ-পূর্ব শাখায় মোট ১৪৬ টি ট্রেন চলবে। এরমধ্যে আপে চলবে ৭২ টি এবং ডাউন ট্রেন চলবে ৭৪ টি।

আরও পড়ুন: Eid: উপলক্ষ্যে বিশেষ Train চালানোর দাবিতে স্মারকলিপি

গত ৩১ অক্টোবর থেকে লোকাল ট্রেন চালু হয়েছে। প্রথম দফায় ৪৮ টি লোকাল ট্রেন চালানো হয়। সেই সংখ্যা বাড়িয়ে করা হয় ১০৪ টি । কিন্তু যাত্রী চাপ ক্রমাগত বাড়ায় আরো বেশি সংখ্যায় ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল।

আরও পড়ুন: Howrah Rail Museum নবরূপে সেজে উঠছে

এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় ট্রেন চলবে হাওড়া-মেদিনীপুর লাইনে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর এই রুটে মোট  ২৯ টি ট্রেন চলবে। যার মধ্যে ১৫ টি আপ এবং ১৪ টি ডাউন। এছাড়া হাওড়া পাঁশকুড়া লাইনে মোট ২০ টি ট্রেন চলবে। হাওড়া আমতা লাইনে চলবে সাতাশটি ট্রেন– হাওড়া সাঁতরাগাছিতে চলবে চারটি ট্রেন– এছাড়াও হাওড়া হলদিয়া লাইনে চলবে মোট সাতটি লোকাল ট্রেন।

আরও পড়ুন: মহিলা পরিচালিত রেলস্টেশন পেল কোচবিহার

তবে কোভিড এখনও পর্যন্ত সমাপ্ত না হয় যাত্রীদের করোনা বিধি মেনে যাতায়াত করার জন্য আবেদন করা হয়েছে। প্রয়োজনে আরো ট্রেনের সংখ্যা বাড়ানো হতে পারে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যাত্রীদের স্বস্তি দিয়ে বাড়ল দক্ষিণ-পূর্ব শাখায় লোকাল

আপডেট : ১২ নভেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম প্রতিবেদকঃ কোভিড পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। ফলে আগামী ১৬ তারিখ থেকে রাজ্যের স্কুল খোলার সিদ্ধান্ত সীলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই মেট্রোয় যাত্রী চাপ বাড়ার আশঙ্কায় আগামী সোমবার থেকে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। আর তারপরে পরেই লোকাল ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল। আগামী সোমবার থেকে আরও ৪২ টি লোকাল ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল। দক্ষিণ-পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

পুনরায় লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়ার পর দক্ষিণ পূর্ব শাখায় ১০৪ টি লোকাল ট্রেন চলছিল। কিন্তু স্কুল খুলে গেলে স্বাভাবিকভাবে যাত্রীদের চাপ আরো বাড়বে বলে আশঙ্কা রেলের। সেই কারণে আরো বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল। এই সংখ্যা বেড়ে আগামী সোমবার থেকে দক্ষিণ-পূর্ব শাখায় মোট ১৪৬ টি ট্রেন চলবে। এরমধ্যে আপে চলবে ৭২ টি এবং ডাউন ট্রেন চলবে ৭৪ টি।

আরও পড়ুন: Eid: উপলক্ষ্যে বিশেষ Train চালানোর দাবিতে স্মারকলিপি

গত ৩১ অক্টোবর থেকে লোকাল ট্রেন চালু হয়েছে। প্রথম দফায় ৪৮ টি লোকাল ট্রেন চালানো হয়। সেই সংখ্যা বাড়িয়ে করা হয় ১০৪ টি । কিন্তু যাত্রী চাপ ক্রমাগত বাড়ায় আরো বেশি সংখ্যায় ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল।

আরও পড়ুন: Howrah Rail Museum নবরূপে সেজে উঠছে

এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় ট্রেন চলবে হাওড়া-মেদিনীপুর লাইনে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর এই রুটে মোট  ২৯ টি ট্রেন চলবে। যার মধ্যে ১৫ টি আপ এবং ১৪ টি ডাউন। এছাড়া হাওড়া পাঁশকুড়া লাইনে মোট ২০ টি ট্রেন চলবে। হাওড়া আমতা লাইনে চলবে সাতাশটি ট্রেন– হাওড়া সাঁতরাগাছিতে চলবে চারটি ট্রেন– এছাড়াও হাওড়া হলদিয়া লাইনে চলবে মোট সাতটি লোকাল ট্রেন।

আরও পড়ুন: মহিলা পরিচালিত রেলস্টেশন পেল কোচবিহার

তবে কোভিড এখনও পর্যন্ত সমাপ্ত না হয় যাত্রীদের করোনা বিধি মেনে যাতায়াত করার জন্য আবেদন করা হয়েছে। প্রয়োজনে আরো ট্রেনের সংখ্যা বাড়ানো হতে পারে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর।