Womens World Cup: পাকিস্তানে ফের আন্তর্জাতিক ম্যাচ!
- আপডেট : ৯ মার্চ ২০২৫, রবিবার
 - / 210
 
ইসলামাবাদ, ৯ মার্চঃ মহিলাদের বিশ্বকাপ (Womens World Cup). সদ্য শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যে টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশেষ করে যে দিনে বৃষ্টি হয়েছে, সে দিন যথাসমেয় মাঠকে খেলার উপযুক্ত করে তুলতে ব্যর্থ হয়েছেন সংশ্লিষ্ট মাঠকর্মীরা। সমালোচনার মুখে পড়লেও ফের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার দায়িত্ব পেতে চলেছে পাকিস্তান (WCC)। আর সেটা আগামী মাসেই।
২০২৫ সালের অক্টোবর মাসে ভারতে আয়োজিত হবে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ (Womens World Cup)। সেই প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্ব আয়োজনের দায়িত্ব দেওয়া হতে পারে পাকিস্তানকে। আইসিসির একটি সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে। যোগ্যতা অর্জন পর্বের খেলা শুরু হওয়ার কথা রয়েছে ৪ এপ্রিল।
আরও পড়ুন: IND vs NZ কে পাবে চ্যাম্পিয়েন্স ট্রফির মুকুট ?
প্রসঙ্গত, মহিলাদের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলবে ৬টি দেশ। পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, সক্টল্যান্ড এবং থাইল্যান্ড। ইতিমধ্যেই ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্স, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করে নিয়েছে।
																			
																		


























