ইসরাইলের তিন স্থাপনায় আনসারুল্লাহর হামলা

- আপডেট : ৪ অগাস্ট ২০২৫, সোমবার
- / 34
পুবের কলম,ওয়েবডেস্ক: ইসরাইলের তিন স্থাপনায় হামলা চালাল আনসারুল্লাহ বাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, তিনটি ড্রোন ব্যবহার করে ইসরাইলের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে সফল সামরিক অভিযান পরিচালনা করেছে।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা “সিয়োনি শত্রুদের সামরিক অবস্থানে” তিনটি ড্রোন নিক্ষেপ করেছে। এই ড্রোনগুলো ইসরাইলের তিনটি গুরুত্বপূর্ণ শহর, তেল আবিব, আশকেলন ও হাইফায় লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়।
ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা হুতিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি দুইটি ড্রোন সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি তেল আবিব।